বিশ্বকাপের পরেই হয়তো নতুন ইনিংস রায়নার
বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করে ওঠার দিনই অন্য কারণে শিরোনামে উঠে এলেন সুরেশ রায়না। বাইশ গজের কৃতিত্বের জন্য নয়, এটা প্রণয়ঘটিত ব্যাপারের সৌজন্যে। এ দিন বিভিন্ন চ্যানেলে হঠাৎই জল্পনা শুরু হয়ে যায় যে, বিশ্বকাপের পরপরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রায়না। তাঁর বিয়ের তারিখও নাকি প্রায় ঠিক হয়ে গিয়েছে— ৩ বা ৮ এপ্রিল। তবে হবু পাত্রী কে, তা নিয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। এর আগে তামিল তারকা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানের সঙ্গে রায়নার সম্পর্ক নিয়ে জল্পনা হয়েছিল। যদিও রায়না এবং শ্রুতি দু’জনেই সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। এ বার শোনা যাচ্ছে, তাঁর মায়ের বান্ধবীর মেয়েকে বিয়ে করছেন রায়না। যিনি নাকি রায়নারও খুব ঘনিষ্ঠ বন্ধু। সংবাদসংস্থার খবর, টিম ইন্ডিয়ায় তাঁর সতীর্থদের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের ইতিমধ্যেই বিয়ের কথা জানিয়েছেন ২৮ বছরের রায়না। এক সূত্রের কথায়, “বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত ব্যাপারটা ও গোপন রাখতে চেয়েছিল। কিন্তু টিমমেটদের জানিয়ে দিয়েছে। নিমন্ত্রণপত্র পাঠানোও শুরু হয়ে গিয়েছে।” সূত্রের আরও খবর, গাজিয়াবাদের যে শহরে রায়নার জন্ম, সেই মুরদনগরে বিয়ের অনুষ্ঠানের পর এক সাত তারা হোটেলে রিসেপশন। লখনউ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনেও একটি অনুষ্ঠান হওয়ার কথা।
আইপিএলের আগে ইংল্যান্ড
ইংল্যান্ড দলের দরজা সামান্যতম খোলার সুযোগ থাকলে তার জন্য আইপিএলের চুক্তি ভাঙতে রাজি কেভিন পিটারসেন। সম্প্রতি ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস বলেন, পিটারসেন কাউন্টি ক্রিকেটে পারফর্ম করে দেখাতে পারলে তাঁকে ফেরানোর কথা বিবেচনা করতে পারেন তাঁরা। সেই বক্তব্য এবং চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের দুর্দশার পরিপ্রেক্ষিতে দলকে ঢেলে সাজার চিন্তা। দুই মিলে পিটারসেনের সামনে নতুন দিগন্ত খুলতেও পারে বলে ইঙ্গিত। তবে চলতি মরসুমে সানরাইজার্স হায়দরাবাদে সই করা তারকার বয়স এখনই চৌত্রিশ। এই বয়সে প্রত্যাবর্তনের কাজটা কঠিন হতে বাধ্য। বিশেষ করে পিটারসেনের সঙ্গে যেখানে ইংল্যান্ডের বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটার এবং কর্মকর্তার সম্পর্ক এখনও তলানিতে। তবে ফিরতে পারলে ক্রিকেটে প্রত্যাবর্তনের অন্যতম সেরা নজির হয়ে থাকবেন তিনি।
বিশ্রামে ‘বাঘ’
মাসখানেক আগে নিজের ওয়েবসাইটে সবাইকে চমকে দিয়ে জানিয়েছিলেন, গল্ফ থেকে তত দিন সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যত দিন না নিজের খেলার মান টুর্নামেন্টের উপযুক্ত হয়ে ওঠে! গল্ফের ইতিহাসে কিংবদন্তির আসনে বসা টাইগার উডসের এই বক্তব্যে চমকে যান অনেকেই। কিন্তু তিনি যে সত্যিই প্রতিজ্ঞাটা রক্ষায় দৃঢ়সঙ্কল্প, সেটা বুঝিয়ে এ দিন আগামী সপ্তাহের আর্নল্ড পামার আমন্ত্রণী গল্ফ থেকেও সরে দাঁড়ালেন টাইগার উডস। তাঁর কথায়, “আমি দুঃখিত। ওরল্যান্ডোয় পরের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে না।” সঙ্গে যোগ করেছেন, আমার খেলটা নিয়ে খাটছি। উন্নতিও হয়েছে। কিন্তু এখনও সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করার মতো জায়গায় আমি নেই। সেটা যত দিন না হচ্ছে, তত দিন পিজিএ ট্যুরে ফিরব না।” ২০১৩-য় নিজের শেষ খেতাব জিতেছিলেন উডস। তার পর থেকে পিঠের ব্যথা এবং অফ ফর্মে জেরবার গল্ফের ‘বাঘ’।
গাওকে হারালেন শরথ
এশিয়ান কাপ টেবল টেনিসে অবশেষে সিঙ্গাপুরের তারকা গাও নিং-কে হারিয়ে প্রতিশোধ নিলেন ভারতের অচান্ত শরথ কমল। জিতলেন ১১-৭, ৪-১১, ১১-৮, ১২-১০, ১১-৫। এর আগে সিঙ্গাপুরের তারকার বিরুদ্ধে চার বার নেমে একবারও জিততে পারেনি শরথ। যিনি এ দিন বলেন, “ওর কাছে যে কতবার হেরেছি, সেই গুনতিটাই ভুলে গিয়েছিলাম! আজকের জয়টা তাই বাড়তি তাতিয়ে দিয়েছে।” গতকাল বিশ্বের সেরা কুড়িতে থাকা দুই প্লেয়ারকে হারিয়ে দাগ কেটেছিলেন এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে ৪৯ নম্বর শরথ। তবে তাঁর দুর্ভাগ্য, পঞ্চম ও ষষ্ঠ স্থানের প্লে অফে কোরিয়ার কিম মেনসিওকের সঙ্গে দারুণ লড়েও হেরে গেলেন ১১-৮, ২-১১, ১৭-১৫, ৭-১১, ১১-৯, ৯-১১, ১০-১২। টুর্নামেন্টে ষষ্ঠ স্থানে শেষ করলেন ভারতীয়।
নেতৃত্বে সানিয়া
সানিয়া মির্জাকে নেতা নির্বাচন করে ফেডারেশন কাপের দল ঘোষণা করে দেওয়া হল। আগামী মাসের ১৪ তারিখ থেকে সানিয়ার শহর হায়দরাবাদেই বসছে ভারতের ফেড কাপ আসর। এশিয়া-ওসেনিয়ার গ্রুপ ওয়ান-এ ওঠার চেষ্টায় লড়াইয়ে নামবে ভারত। দলে সানিয়া ছাড়াও আছেন অঙ্কিতা রায়না, প্রার্থনা থোম্বারে, নাতাশা পালহা। এআইটিএ জানিয়েছে, দেশকে প্রথম গ্রুপ-এ তোলার চেষ্টায় সানিয়া নিজেও এ বার খেলবেন বলে জানিয়ে দিয়েছেন। ফেডা কাপ টাই-এর দশ দিন আগেই হায়দরাবাদ পৌঁছে সানিয়ার টেনিস অ্যাকাাডেমিতেই প্রস্তুতি শিবির করবেন অঙ্কিতারা।
আদালতে যাচ্ছেন খন্নারা
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হচ্ছে সর্বভারতীয় টেনিস সংস্থা (এআইটিএ)। প্রেসিডেন্ট পদ থেকে অনিল খন্নাকে সরতে হবে বলে নির্দেশ দিয়েছে ক্রীড়ামন্ত্রক। কেন্দ্রীয় স্পোর্টস কোড টেনে বলা হয়েছে, টানা দু’টার্ম ক্ষমতায় থাকায় পর আবার নির্বাচনে লড়ার আগে অন্তত চার বছর ‘বিশ্রাম’ করতে হবে খন্নাকে। এ দিকে, এআইটিএ-র বক্তব্য, বয়স এবং টার্ম সংক্রান্ত সব সরকারি নির্দেশিকা মেনেই নির্বাচিত হন খন্না। স্পোর্টস কোডে এমন নির্দিষ্ট বাবে কিছুই বলা নেই যাতে খন্নাকে পদত্যাগে বাধ্য করা যেতে পারে। ফলে গোটা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে এআইটিএ।
অন্য খেলায়
অর্ডন্যান্স ফ্যাক্টরি স্পোর্টস প্রোমোশন বোর্ডের উদ্যোগে স্বল্পপাল্লার দৌড় বুধবার সকাল সাড়ে আটটায় এস কে বোস রোডের আয়ুধ ভবন থেকে।
সস্ত্রীক সাকিব। মেলবোর্নে লাঞ্চ করতে এসে।