পরীক্ষা: নেমারদের সামনে সৌদি আরবের চ্যালেঞ্জ। —ফাইল চিত্র।
রাশিয়া বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনার জাতীয় দল থেকে মুহূর্তে লাওতারো মার্তিনেসকে বাদ দিয়েছিলেন কোচ হর্হে সাম্পাওলি। নতুন কোচ লিয়োলেন স্কালোনি দায়িত্ব নিয়েই ফিরিয়ে এনেছেন ২১ বছর বয়সি স্ট্রাইকারকে। তিনি যে ভুল করেননি, বৃহস্পতিবার রাতে ইরাকের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে ফের প্রমাণ করলেন লাওতারো।
ইরাকের বিরুদ্ধে লিয়োনেল মেসিহীন আর্জেন্টিনার ৪-০ জেতা ম্যাচে ১৮ মিনিটে প্রথম গোল করেন লাওতারো। ৫৩ মিনিটে দ্বিতীয় গোল রবের্তো পেরেইরার। ৮২ মিনিটে তৃতীয় গোল জার্মান পেসেল্লার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে চতুর্থ গোল ফ্রাঙ্কো কার্ভির। আর্জেন্টিনার দুরন্ত জয় কি ব্রাজিল শিবিরে অস্বস্তি বাড়াবে? আজ, শুক্রবার রিয়াধেই সৌদি আরবের বিরুদ্ধে নামছেন নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-রা। তার পরেই ১৬ অক্টোবর আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
ইটালি ফুটবলে দুঃসময় অবশ্য অব্যাহত। বুধবার রাতে ইউক্রেনের বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র (১-১) করল চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই নিয়ে টানা চারটি ম্যাচে জয় অধরা থাকল ইটালির।