মুখোমুখি ব্রাজিল-প্যারাগুয়ে

২০১১ কোপায় ব্রাজিলের হারের পাঁচকাহন। সঙ্গে এ বারের কোপায় দুঙ্গার পাঁচ দাওয়াই।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:৪৫
Share:

হেডস্যারের হেড প্র্যাকটিসে দাভিদ লুইজ-কার্লোস দুঙ্গা

২০১১ কোপায় ব্রাজিলের হারের পাঁচকাহন

Advertisement

• মানো মেনেজেসের ব্রাজিল ধরেই নিয়েছিল প্যারাগুয়ে ডিফেন্সিভ খেলবে। চমকে দিয়ে তারা আক্রমণাত্মক খেলে।

• মাঝমাঠের অন্যতম অস্ত্র গানসোকে শ্যাডো মার্ক করে রাখেন ক্রিস্টান রিভেরোস। গানসো প্রভাব ফেলতে পারেননি ম্যাচে।

Advertisement

• আক্রমণ আর মাঝমাঠের মধ্যে কোনও যোগসূত্র তৈরি হয়নি।

• দ্রুত আক্রমণ তৈরি করতে পারেনি। ফ্রেড, নেইমারের মতো অ্যাটাকাররাও অহেতুক অতিরিক্ত পাস খেলতে থাকেন।

• পেনাল্টি শ্যুটআউটে একটাও ভাল শট নিতে পারেনি। টাইব্রেকারে প্রতিটা মিস ব্রাজিলের।

২০১৫ কোপায় দুঙ্গার পাঁচ দাওয়াই

• প্যারাগুয়ের বড় শক্তি ফুটবলারদের গড়পরতা বেশি উচ্চতা। তাই বিপক্ষের এরিয়াল খেলাটা বন্ধ করা প্রথম কাজ।

• উইলিয়ান-রবিনহোকে আরও বেশি ট্র্যাক ব্যাক করতে হবে। মাঝমাঠে নিজেদের দলের প্লেয়ার বাড়াতে।

• ডিপ ডিফেন্ড করতে হবে। বিপক্ষকে জায়গা দেওয়া চলবে না। খেলা নিজেদের গতি অনুযায়ী কন্ট্রোল করতে হবে।

• দুই উইং দখল করতে হবে। দানি আলভেজ আর ফিলিপে লুইসের মতো সাইডব্যাকদের ক্রমাগত ক্রস বাড়াতে হবে নিজেদের ফরোয়ার্ডদের জন্য।

• নেইমার বিহীন অ্যাটাকে ফির্মিনোকে বিপক্ষের গোলে আরও বেশি শট নিতে হবে। মাঝমাঠে ফের্নান্দিনহো আর এলিয়াসকে ডিফেন্সিভ কভার দিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement