অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে ভারতে চলে এল টুর্নামেন্টে তিন বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর ভারতে পা দিয়েই ব্রাজিল কোচ কার্লোস আমাদেউ বলে দিলেন, ‘‘যুবভারতীতে বিশ্বকাপ ফাইনাল জিতে দেশে ফিরতে চাই আমরা।’’
মঙ্গলবার সকালেই মুম্বই পৌঁছায় ব্রাজিল। বিকেলে আন্ধেরি ফুটবল এরিনায় অনুশীলনও করে ব্রাজিল দল। বৃহস্পতিবার এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। গ্রুপ ‘ডি’-তে ব্রাজিলের সঙ্গে রয়েছে উত্তর কোরিয়া, নাইজার এবং স্পেন। ৭ অক্টোবর কোচিতে পেলের দেশের প্রথম ম্যাচ স্পেনের বিরুদ্ধে। তবে ব্রাজিল দল এ দিন ভারতে চলে এলেও দলের সঙ্গে আসেননি এ বারের টুর্নামেন্টে ব্রাজিলের এক নম্বর তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। তিনি দলের সঙ্গে যোগ দেবেন দিন কয়েক পরে।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শেষ বার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল চোদ্দো বছর আগে ২০০৩ সালে। এ দিন সে কথা মনে করিয়ে দিয়ে ব্রাজিল কোচ বলেন, ‘‘কলকাতা ফুটবলের শহর তা ওখানে গিয়ে জানতে পেরেছিলাম। আর সেখানেই ফাইনাল। গত বছর ভারতে ব্রিকস কাপ উপলক্ষ্যে গোয়ায় খেলতে এসে এই কাজগুলো আগেই সেরে গিয়েছি। চোদ্দো বছর বাদে কলকাতাতেই কাপ জিতে টুর্নামেন্টটা স্মরণীয় করে রাখতে চাই আমরা।’’
ব্রাজিল কোচের মতে এ বারের টুর্নামেন্ট অন্য বারের চেয়ে একটু কঠিন। কারণ হিসেবে তিনি বলেন, ‘‘আফ্রিকার দলগুলো সব সময়েই বেগ দেয়। শেষ চারে আফ্রিকার দল এই টুর্নামেন্টে প্রায় সব সময়েই গিয়েছে। তার সঙ্গে ইউরোপের দলগুলো। আর মেক্সিকো এবং আমেরিকাও বেশ ভাল দল। কাজেই টুর্নামেন্ট বেশ জমে যাবে।’’