মোহনবাগানে যোগ দিলেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। প্রণয় হালদার, জেজের সঙ্গে কথা চলার মধ্যেই এই মিডফিল্ডারকে সই করিয়ে নিল সবুজ-মেরুন। আইএসএল-এ খেলেছিলেন মুম্বই সিটি এফসির হয়ে। সেখান থেকেই লোনে ব্লেন্ডনকে দলে নিল গতবারের চ্যাম্পিয়নরা। ২১ বছরের এই মিডফিল্ডার গত মরশুমে স্পোর্টিং ক্লুব দি গোয়াকে অবনমন থেকে বাঁচানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়ে ছিলেন। চোটের জন্য আইএসএল-এ তেমনভাবে খেলার সুযোগ পাননি। যা খবর এখন তিনি ফিট। সে কারণেই আই লিগের প্রথম ম্যাচে নামার আগে মাঝমাঠকে শক্তিশালী করতে ব্রেন্ডনকে তুলে নিল বাগান। ব্রেন্ডনকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল, শিবাজিয়ান্সও ঝাঁপিয়েছিল।
আইজল এফসির বিরুদ্ধে ৯ জানুয়ারি ঘরের মাঠে আই লিগ অভিযান শুরু করছে মোহনবাগান। রয়েছে এএফসি চ্যাম্পিয়নশিপও। সব মিলে মোহনবাগানকে ঘিরে প্রত্যাশার পারদ রয়েছে তুঙ্গে। যার ফলে শক্তিশালী দল তৈরিতে মন দিয়েছে কলকাতার এই আই লিগ চ্যাম্পিয়ন দল।