Cricket

রোহিত আর বিরাটের মধ্যে সেরা কে? হগ বললেন...

রোহিত আর বিরাট একই সঙ্গে জ্বলে উঠলে ভারতকে রোখা কঠিন।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ১৭:৪৪
Share:

ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ। কোহালি ও রোহিত। —ফাইল চিত্র।

বিরাট কোহালি আর রোহিত শর্মার মধ্যে কে এগিয়ে ? এই কঠিন প্রশ্নের জবাব খুঁজলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগ।

Advertisement

দিনকয়েক আগে শ্রীলঙ্কার প্রাক্তন উইকেট কিপার কুমার সঙ্গকারা বলেছিলেন, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা দুই ক্রিকেটার বিরাট কোহালি ও রোহিত শর্মা। অজি স্পিনার দুই ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে তুলনা করতে গিয়ে কোহালিকে সামান্য এগিয়ে রাখলেন। সেই সঙ্গে স্বীকার করে নিলেন দু’ জনের মধ্যে তুলনা করাটা খুবই কঠিন।

হগ বলেন, ‘‘ওয়ানডে-তে ধারাবাহিক ভাবে রান করে যাওয়ার দক্ষতা বেশি কোহালির। ভারত যখন বড় রান তাড়া করে তখন কোহালিই অগ্রণী ভূমিকা নেয়। তবে রোহিত ও বিরাটের মধ্যে তুলনা করা কঠিন।’’ কেন কঠিন, তার ব্যাখ্যাও দিয়েছেন হগ।

Advertisement

আরও পড়ুন: ‘প্রথাগত ধ্যানধারণার বাইরে’, সৌরভকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা লক্ষ্মণের​

তিনি বলছেন, ‘‘নতুন বল হাতে বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকায় দেখা যায় রোহিতকে। ফিল্ডিংয়ের বিধিনিষেধ যখন থাকে, তখন রোহিত রানের গতি বাড়ানোর কাজ শুরু করে। আর বিরাটের কাজ হল, গোটা ইনিংস জুড়ে ব্যাট করে যাওয়া। শেষ পর্যন্ত ক্রিজে থেকে যায় বিরাট।ফলে দু’ জনের দু’ রকমের ভূমিকা।’’

রোহিত আর বিরাট একই সঙ্গে জ্বলে উঠলে ভারতকে রোখা কঠিন হয়ে দাঁড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement