মেলবোর্নে নামার আগে প্রথম একাদশ নির্বাচন নিয়ে নানা বিতর্ক আর প্রশ্ন ঘোরাফেরা করছিল। দুই নিয়মিত ওপেনারকে বসিয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন রবি শাস্ত্রী-বিরাট কোহালিরা। ২-১ এগিয়ে যাওয়ার ম্যাচে ভারতীয় প্রথম একাদশের কে কত নম্বর পেলেন? খুঁজে দেখা হল—
হনুমা বিহারী
দুই ইনিংসে ৮ এবং ১৩ রান দেখে তাঁকে বিচার করা ঠিক হবে না। পার্টটাইম ওপেনার হিসেবে দুই ইনিংসে ৬৬ এবং ৪৫ বল খেলা এবং টেস্টের প্রথম সকালে প্রথম ঘণ্টার আগুন সামলে দেওয়া তাৎপর্যপূর্ণ। যদিও শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে বিহারীকে।
রেটিং: ৪/১০
মায়াঙ্ক আগরওয়াল
এলেন, দেখলেন, জয় করলেন। আহত পৃথ্বী শয়ের জায়গায় উড়ে এসেই মেলবোর্নে অভিষেক। দুই ইনিংসে ৭৬ এবং ৪২। ওপেনিং নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে তিনি নতুন সূর্যোদয় ঘটিয়েছেন। টেস্টের প্রথম সকাল সব চেয়ে কঠিন থাকে ব্যাটসম্যানদের জন্য। আর তখনই প্যাট কামিন্সদের বাউন্সার বৃষ্টির সামনে নির্ভীক যোদ্ধার মতো লড়েছেন মায়াঙ্ক। দ্বিতীয় ইনিংসে অন্য দিক থেকে পর-পর উইকেট পড়লেও তিনি একই রকম অদম্য থেকে গিয়েছেন। সঙ্গে শর্ট লেগে দু্র্দান্ত ফিল্ডিং এবং শর্ট মিডউইকেটে দাঁড়িয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় মার্কাস হ্যারিসের ক্যাচ নেওয়া। লম্বা রেসের ঘোড়া ভাবা হচ্ছে তাঁকে।
রেটিং: ৮/১০
আরও পড়ুন: বিরাট জিত, ইতিহাসের মেলবোর্নে দর্পচূর্ণ অস্ট্রেলিয়ার
চেতেশ্বর পূজারা
দুই ইনিংসে রান যথাক্রমে ১০৬ এবং ০। কিন্তু জরুরি হচ্ছে, প্রথম ইনিংসে অস্ট্রেলীয় বোলারদের ধারালো আক্রমণের সামনে ৩১৯ বল খেলেন। অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে তাঁর পার্টনারশিপই ম্যাচ থেকে ছিটকে দেয় প্রতিপক্ষকে। টি-টোয়েন্টি যুগে তাঁর ব্যাটিং ভঙ্গি হয়তো দর্শক টানবে না মাঠে। কিন্তু পূজারার সংকল্প, ধৈর্য, অধ্যবসায় ছাড়া ভারতীয় ব্যাটিং ভাবাই যায় না। এই সিরিজে বাকি সকলের চেয়ে এগিয়ে।
রেটিং: ৯/১০
বিরাট কোহালি
দুই ইনিংসে রান ৮২ এবং ০। পূজারার মতোই দ্বিতীয় ইনিংসে লেগ গালিতে রাখা ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন। কিন্তু প্রথম ইনিংসে পূজারার সঙ্গে তাঁর ১৭০ রানের জুটিই পার্থক্য গড়ে দিল। অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচ গ্রেম হিক তাঁর দলের ব্যাটসম্যানদের কোহালিকে দেখে শিখতে বলছেন। বিশ্বের এক নম্বর হয়েও কী ভাবে তিনি ঝুঁকি ছেঁটে ফেলে শৃঙ্খলা দেখালেন। কিন্তু মেলবোর্নে চমক ছিলেন অধিনায়ক কোহালি। এত নিয়ন্ত্রিত, ঠান্ডা মাথায় নেতৃত্ব দিতে খুব কমই দেখা গিয়েছে তাঁকে। যার প্রশংসা ওয়ার্নদের মুখে।
রেটিং: ৮/১০
আরও পড়ুন: মেলবোর্নে জিতেই সিডনির ইতিহাসে চোখ কোহালির
অজিঙ্ক রাহানে
দুই ইনিংসে রান ৩৪ এবং ১। তাঁকে নিয়ে সেই সংশয় থেকেই গেল। ব্যাটিং স্টাইল পাল্টে কাউন্টার অ্যাটাকে খেলছেন। কিন্তু এখনও পর্যন্ত তা খুব কাজে দেয়নি।
রেটিং: ৪/১০
রোহিত শর্মা
দুই ইনিংসে রান ৬৩ নট আউট এবং ৫। ছয় নম্বরে তাঁকে বসানো কঠিন হবে সিডনিতে। বিশেষ করে প্রথম ইনিংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ব্যাট হাতে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের মস্তিষ্কের সাহায্যও পাচ্ছে ভারতীয় দল। বুমরাকে স্লোয়ার ইয়র্কার করার পরামর্শ দিয়েছিলেন তিনিই।
রেটিং: ৬.৫/১০
ঋষভ পন্থ
দুই ইনিংসে রান ৩৯ এবং ৩৩। ব্যাট হাতে ঝলকই দেখিয়েছেন, খুব দারুণ কিছু করে উঠতে পারেননি এখনও। উইকেটের পিছনে সারাক্ষণ কথা বলে যাওয়ার ব্যাপারে অবশ্য পুরস্কার পেতে পারেন। উইকেটকিপিং করছেন ভাল।
রেটিং: ৫/১০
রবীন্দ্র জাডেজা
দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট। একমাত্র স্পিনারের জায়গা অশ্বিনের থেকে নিতে পেরেছেন কি না, সেটা এখনও দেখার। সিডনিতে বল টার্ন করলে দুই স্পিনার খেলাবে কি ভারত? পেসাররা সফল হওয়ার পরে সেই সম্ভাবনা কতটা? যদি এক স্পিনার খেলেন এবং অশ্বিন সুস্থ হয়ে ওঠেন, দেখতে হবে কাকে খেলানো হয়। জাডেজা খুব খারাপ করেছেন, বলা যাবে না।
রেটিং: ৬.৫/১০
মহম্মদ শামি
দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট। পার্থে দুরন্ত স্পেলের পরে আরও কিছুটা আশা করা হয়েছিল তাঁর থেকে। যদিও অনেক ক্ষেত্রে ভাগ্য সহায় ছিল না শামির। ব্যাটসম্যানদের বারবার পরাস্ত করেও তিনি উইকেট পাননি। তবে দ্বিতীয় ইনিংসে উসমান খোয়াজার সব চেয়ে দামি উইকেটটা তোলেন তিনিই।
রেটিং: ৬/১০
ইশান্ত শর্মা
দুই ইনিংস মিলিয়ে তিন উইকেট। সময়-সময় কিছুটা ক্লান্ত দেখিয়েছে। ডান হাতি ব্যাটসম্যানের ইনসুইং তাঁর বড় অস্ত্র। যা দিয়ে অ্যারন ফিঞ্চকে ঘায়েল করতে সুবিধে হচ্ছে। রবিবার সকালে নেথান লায়নের শেষ উইকেট নিয়ে ভারতকে জেতান তিনি।
রেটিং: ৬/১০
যশপ্রীত বুমরা
দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট। নিঃসন্দেহে মেলবোর্নে ভারতের তারকা পারফর্মার। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। প্রথম ইনিংসে ৩৩ রানে ছয় উইকেট নিয়েই তিনি শেষ করে দেন অস্ট্রেলিয়ার আশা। শন মার্শকে আউট করেন স্লোয়ার ইয়র্কারে। যা টেস্টে দেখা যায় না, সীমিত ওভারের ডেলিভারি হিসেবেই বেশি পরিচিত। তাঁকে বিশ্বের সেরা বোলার বলছেন অধিনায়ক কোহালি।
রেটিং: ৯.৫/১০