Sydney Test

ফের ব্যর্থ লোকেশ রাহুল, টুইটারে সমালোচনার ঝড়

ফেলে আসা বছরেও রানে ছিলেন না তিনি। টেস্টে ওপেনার হিসেবে তিনি নির্ভরতা দিতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। নতুন বছরের গোড়ায়ও ২৬ বছর বয়সীর পারফরম্যান্সে কোনও বদল ঘটল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১১:০৩
Share:

সিডনিতে বৃহস্পতিবার ৯ রানে ফিরলেন লোকেশ রাহুল।

সিডনিতে বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্টে লোকেশ রাহুলের প্রথম এগারোয় থাকা নিয়েই উঠেছিল প্রশ্ন। তিনি ব্যর্থ হওয়ায় সেটাই বদলে গেল ঝড়ে। নেটদুনিয়ায় প্রবল ধিক্কৃত হলেন ভারতীয় ওপেনার।

Advertisement

অ্যাডিলেড ও পার্‌থে সিরিজের প্রথম দুই টেস্টে রান না পাওয়ায় মেলবোর্নে বক্সিং ডে টেস্টে বাদ পড়েছিলেন ডানহাতি ওপেনার। সিডনিতে তাঁকে ফেরানো হয় রোহিত শর্মার অনুপস্থিতিতে। কিন্তু, সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। সকালে দিনের প্রথম সেশনের দ্বিতীয় ওভারে জশ হেজেলউডের বলে প্রথম স্লিপে শন মার্শকে ক্যাচ দেন রাহুল। ফেরেন ছয় বলে নয় রান করে। দলের রান তখন ১০।

ফেলে আসা বছরেও রানে ছিলেন না তিনি। টেস্টে ওপেনার হিসেবে তিনি নির্ভরতা দিতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। কারণ, ভিতরে ঢুকে আসা ডেলিভারিতে বার বার আউট হতে থাকেন। শটবাছাইয়েও করতে থাকেন ভুল। তাঁর প্রতিভা নিয়ে কোনও সংশয় না থাকলেও ব্যাট হাতে তা প্রতিফলিত হচ্ছিল না। নতুন বছরের গোড়ায়ও ২৬ বছর বয়সীর পারফরম্যান্সে কোনও বদল ঘটল না। আউটসুইং ও বাউন্সের মোকাবিলা করতে না পেরে সহজ ক্যাচ দিলেন লোকেশ রাহুল। এরপরই সোশ্যাল মিডিয়ায় উত্তেজিত ক্রিকেটপ্রেমীরা বিদ্রুপে মেতে ওঠেন তাঁকে নিয়ে। অধিনায়ক বিরাট কোহালি ও প্রধান কোচ রবি শাস্ত্রীর দল-নির্বাচন নিয়ে ওঠে প্রশ্ন।

Advertisement

আরও পড়ুন: মায়াঙ্ক করলেন ৭৭, পূজারা ফের দুরন্ত, সিডনিতে ভাল শুরু ভারতের

আরও পড়ুন: তেরো জনে হার্দিককে না-দেখে অবাকই হলাম​

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement