Ajinkya Rahane

‘মেলবোর্ন টেস্টে দুটো সেঞ্চুরি করব মনে হচ্ছে’

চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফর, ইংল্যান্ড সফরের পর চলতি অস্ট্রেলিয়া সফরেও রাহানে সেঞ্চুরি পাননি। অথচ, বিদেশে তাঁর ব্যাটে গড় পঞ্চাশেরও বেশি। এই বছরে এখনও পর্যন্ত ১১ টেস্টের ১৯ ইনিংসে ৩২.০৫ গড়ে ৬০৯ রান করেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১৪:৩১
Share:

প্রচারমাধ্যমের মুখোমুখি রাহানে। ছবি টুইটারের সৌজন্যে।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাঁর অপেক্ষায় রয়েছে একটা নয়, জোড়া সেঞ্চুরি। এমনই মনে করছেন অজিঙ্ক রাহানে। চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে এর মধ্যেই পঞ্চাশের উপরে দুটো ইনিংস খেলে ফেলেছেন ভারতের সহ-অধিনায়ক। তবে প্রথম দুই টেস্টের মতো আর দুই অঙ্কের রানে সীমাবদ্ধ থাকতে চাইছেন না মুম্বইকর। তাঁর নজর এ বার সেঞ্চুরিতে।

Advertisement

চলতি বছরে দক্ষিণ আফ্রিকা সফর, ইংল্যান্ড সফরের পর চলতি অস্ট্রেলিয়া সফরেও রাহানে সেঞ্চুরি পাননি। অথচ, বিদেশে তাঁর ব্যাটে গড় পঞ্চাশেরও বেশি। এই বছরে এখনও পর্যন্ত ১১ টেস্টের ১৯ ইনিংসে ৩২.০৫ গড়ে ৬০৯ রান করেছেন তিনি। তার মধ্যে পঞ্চাশ পাঁচটি।

বক্সিং ডে টেস্টে সেই কারণেই অজিঙ্ক রাহানের লক্ষ্য সেঞ্চুরি। তিনি বলেছেন, “নিশ্চিত ভাবেই সেঞ্চুরি আসবে। অ্যাডিলেড থেকে যে ছন্দে ব্যাট করছি, তাতে সত্যিই নিশ্চিত যে এই টেস্টে তা আসবে। আমার তো মনে হচ্ছে, দুটো সেঞ্চুরি করব এই টেস্টে। তবে এগুলো নিয়ে এখন না ভাবাই এখন জরুরি। যে ভাবে ব্যাটিং করে আসছি, সেই ভাবেই ব্যাট করতে হবে। যদি পরিস্থিতি ঠিকঠাক পড়ে ফেলতে পারি, সেইমতো ব্যাট করতে পারি, তবে তাতে দলেরই উপকার হবে। ব্যক্তিগত মাইলস্টোনের কথা আসবে দলের পরে।”

Advertisement

আরও পড়ুন: রাহানে দারুণ অধিনায়ক হতে পারে, বিরাটকে খোঁচা দিয়ে টুইট জনসনের​

আরও পড়ুন: বক্সিং ডে টেস্টের আগে যে ছয় প্রশ্নের উত্তর খুঁজছেন শাস্ত্রী-কোহালি​

চার টেস্টের সিরিজ এখন ১-১ অবস্থায়। বাকি দুই টেস্টে কী হবে? রাহানে বলেছেন, “আমরা এখন এটাকে দুই ম্যাচের সিরিজ হিসেবে দেখছি। প্রথম দুই টেস্টের পর আমরা বিশ্রাম পেয়েছি। যা খুব গুরুত্বপূর্ণ। বিশ্রামের অবশ্য ভাল-মন্দ দুটো দিকই রয়েছে। তবে আমাদের দলের কাছে এটা অবশ্যই ভাল দিক। আর মেলবোর্ন টেস্টে আমরা নতুন ভাবে শুরু করব।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement