Dheeraj Singh Moirangthem

ব্ল্যকবার্ন রোভার্সের পথে কি তবে ধীরাজ?

চলতি বছরের শেষ পর্যন্ত ধীরাজের সঙ্গে চুক্তি আছে এআইএফএফ-এর। আই লিগে ফেডরেশনের দল ইন্ডিয়ান অ্যারোজের দলেও আছেন ধীরাজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ২১:৫৯
Share:

ধীরাজ সিংহ মইরাংথেম। ছবি: ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক সৌজন্যে।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলার সময়ই বিদেশি ক্লাবগুলির নজরে এসেছিলেন তিনি। বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথাও এগিয়ে ছিল ভারতের তরুণ প্রতিভাবান গোলরক্ষক ধীরাজ সিংহ মইরাংথেমের। কিন্তু পরে বিদেশে খেলতে যাওয়া হয়নি ধীরাজের। কিন্তু হঠাৎ করেই ফের এক বার বিদেশের দলে ট্রায়াল দেওয়ার সুযোগ চলে এল ধীরাজের সামনে। স্পোর্টসকিডায় প্রকাশিত খবর অনুযায়ী, প্রতিভাবান এই গোলরক্ষককে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ব্রিটিশ দল ব্ল্যাকবার্ন রোভার্স।

Advertisement

আরও পড়ুন: এটিকের নজরে ভারতীয় ফুটবলের ‘ওয়ান্ডার কিড’

আরও পড়ুন: ডার্বির আগে ইস্টবেঙ্গল ম্যাচে হাজির শঙ্করলাল

Advertisement

তবে বিদেশের মাঠে ধীরাজকে খেলতে গেলে ‘নো অবজেকশন সার্টিফিকেট’(এনওসি) নিতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডরেশনের(এআইএফএফ) পক্ষ থেকে।

চলতি বছরের শেষ পর্যন্ত ধীরাজের সঙ্গে চুক্তি আছে এআইএফএফ-এর। আই লিগে ফেডরেশনের দল ইন্ডিয়ান অ্যারোজেও আছেন ধীরাজ। সূত্রের খবর, ধীরাজকে দলে নেওয়ার বিষয় বেশ কিছু আইএসএল ক্লাবও ইচ্ছা প্রকাশ করে এআইএফএফকে চিঠি লিখেছে। তবে, এখনও সেই চিঠির জবাব আসেনি এআইএফএফ-এর দফতর থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement