Sports News

একটিও ম্যাচ না খেলে দিল্লি দলে সাংসদের ছেলে

তিন সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন অতুল ওয়াসন, হরি গিদওয়ানি ও রবিন সিংহ জুনিয়র। আঙুল উঠছে তাঁদের দিকেও। গত মুস্তাক আলিতেও দিল্লি দলে সার্থকের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় তাঁর রান ৫,৩, ২। তিন ম্যাচে মোট রান ১০।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ২১:৪৭
Share:

একটিও ম্যাচ না খেলে দিল্লির টি২০ টিমে ঢুকে পড়লেন বিহারের নেতার ছেলে। দল নির্বাচনের পর থেকেই উঠছে নানা প্রশ্ন। সার্থক রঞ্জন পাপ্পু যাদবের ছেলে। আর সার্থককে দলে নিতে অনূর্ধ্ব-২৩ এ সর্বোচ্চ রান করা হিতেন দালালকে রিজার্ভে রেখে দেওয়া হয়েছে। পাপ্পু যাদবের সরকারি নাম রাজেশ রঞ্জন। তাঁর স্ত্রী রঞ্জিত রঞ্জন। রঞ্জিত রঞ্জন কংগ্রেসের সাংসদ। তাঁদেরই ছেলে সার্থক রঞ্জন।

Advertisement

তিন সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন অতুল ওয়াসন, হরি গিদওয়ানি ও রবিন সিংহ জুনিয়র। আঙুল উঠছে তাঁদের দিকেও। গত মুস্তাক আলিতেও দিল্লি দলে সার্থকের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় তাঁর রান ৫,৩, ২। তিন ম্যাচে মোট রান ১০। কিন্তু রঞ্জি ট্রফির সাময়িক দলে নাম থাকার পরও তুলে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন সার্থক। সেই সময় তিনি ক্রিকেট ছেড়ে বডি বিল্ডিংয়ে মন দিয়েছিলেন।

এই মরসুমের শেষে সার্থকের মা রঞ্জিত রঞ্জন ডিডিসিএ-কে ই-মেল করে বলেন, তাঁর ছেলে অবসাদে ভুগছিল কিন্তু এখন খেলার জন্য প্রস্তুত। এর পর সেখান থেকেই নির্বাচকদের সেই ই-মেল ফরোয়ার্ড করা হয়। যেখানে বাদ পড়া হিতেন দালালের সিকে নাইডু ট্রফিতে মোট রান ছিল ৪৬৮। সঙ্গে ছিল একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। ১৭টি ওভার বাউন্ডারিও হাঁকিয়েছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন
ধোনিকে টপকে ঋদ্ধির নতুন রেকর্ড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement