Sports News

বড় ধাক্কা বেঙ্গালুরু শিবিরে, খেলতে পারবেন না সরফরাজ

পুরো আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন সরফরাজ খান। মনে করা হয়েছিল প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না সরফরাজ। কিন্তু যা খবর হয়তো পুরো আইপিএল-এই ফেরা হবে না সরফরাজের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৮:৩০
Share:

পুরো আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন সরফরাজ খান। মনে করা হয়েছিল প্রথম দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না সরফরাজ। কিন্তু যা খবর হয়তো পুরো আইপিএল-এই ফেরা হবে না সরফরাজের। বিরাট কোহালি, এবি ডি’ভিলিয়ার্সের সাময়িক অনুপস্থিতির সঙ্গেই যুক্ত হয়েছে সরফরাজের নাম। যদিও বিরাট কোহালির পরিবর্ত হিসেবেই তাঁকে দলে ভাবা হয়েছিল। অনুশীলনের সময় চোট পান সরফরাজ। লোকেশ রাহুল ইতিমধ্যেই বিদায় নিয়েছেন আইপিএল থেকে। বিরাট কোহালি, ডি’ভিলিয়ার্স না থাকায় বেঙ্গালুরুর অধিনায়কত্ব করবেন শেন ওয়াটসন। আরসিবির হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি বলেন, ‘‘প্র্যাকটিস ম্যাচে পায়ে চোট পায় সরফরাজ। ও হয়তো এই আইপিএল-এ আর খেলতে পারবে না। বিসিসিআইকেও সে তথ্য আমরা জানিয়ে দিয়েছি।’’

Advertisement

আরও খবর: পক্সের জন্য আইপিএল-এর শুরুতে নেই শ্রেয়াস

প্রথম ম্যাচে কোনওভাবেই খেলতে পারছেন না ডি’ভিলিয়ার্স। প্রথম দুই ম্যাচে নেই বিরাট কোহালিও। আইপিএল-এর প্রথম ম্যাচেই মুকোমুখি হচ্ছে হায়দরাবাদ ও বেঙ্গালুরু। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ফিরতে পারেন ডি’ভিলিয়ার্স। কোহালির চোট কতটা সেরেছে সেটা আবার দেখা হবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে। তার পরই সিদ্ধান্ত হবে তিনি খেলতে পারবেন কি না। ভেত্তোরি বলেন, ‘‘সরফরাজের না থাকাটা আমরা মাঠে বুঝতে পারব। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement