লক্ষ্য: বোলিং বিভাগে আরও ভারসাম্য চান বি অরুণ। ফাইল চিত্র
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁর ব্যাট ও বল হাতে দক্ষতা নজর কেড়েছে। সেই তরুণ ভারতীয় ক্রিকেটার শিবম দুবের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে উচুঁ দরের অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা দেখছেন ভারতের বোলিং কোচ বি অরুণ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন শিবম। সেই ইনিংসে চারটি ছক্কা মারেন তিনি। তার আগে বাংলাদেশ সিরিজে তিনটি উইকেট পেয়েছিলেন মুম্বইয়ের অলরাউন্ডার। ‘‘দুবের মধ্যে ভাল অলরাউন্ডার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রত্যেক ম্যাচে ও আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ে প্রথম ওভারের পরে ও কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। প্রথম ওভারের পরে বিরাটের ওর উপর বিশ্বাস রাখা আর শিবমের ভাল বোলিং করা, দুটোই কৃতিত্বের,’’ চেন্নাইয়ে বলেন বি অরুণ। তিনি আরও বলেছেন, ‘‘দারুণ প্রতিভাবান শিবম। যত আত্মবিশ্বাস পাবে, তত ভাল অলরাউন্ডার হয়ে উঠতে পারবে ও।’’
ভারতের বোলিং কোচ পেসার দীপক চাহারেরও প্রশংসা করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ভাবে পারফর্ম করে যাওয়ার ক্ষমতা চাহারের আছে বলে মনে করেন তিনি। ‘‘দীপক আইপিএলেও দুরন্ত খেলেছিল। ও এমন এক জন পেসার যে দুদিকেই বল নড়াচড়া করাতে পারে। খুব দক্ষ বোলার ও। ধীর গতির বাউন্সার, ইয়র্কার ওর হাতে অনেক রকমের ডেলিভারি রয়েছে। সব মিলিয়ে বললে আন্তর্জাতিক পর্যায়ে ভাল খেলার মতো সবকিছুই আছে ওর মধ্যে।’’
আরও পড়ুন: অলিম্পিক্সের স্বপ্ন কার্যত শেষ দীপার
কথা প্রসঙ্গে রিস্টস্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহালকে নিয়েও প্রশ্ন ওঠে। যে দু’জনকে সাম্প্রতিক ম্যাচগুলিতে এক সঙ্গে দেখা যায়নি। বিশ্বকাপের কথা মাথায় রেখে গত দু’বছরে যে রকমটা দেখা গিয়েছিল। এ ব্যাপারে অরুণ বলেন, ‘‘আমরা একটা আদর্শ কম্বিনেশন চাইছি। যেটা দলে পুরোপুরি ভারসাম্য আনতে পারবে। তার পাশাপাশি রবীন্দ্র জাডেজাকে অলরাউন্ডার হিসেবে খেলারও বিকল্প রয়েছে। এগুলো আমাদের অনেক সাহায্য করছে। এর পরে হয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হল, যখন ওদের ব্যবহার করা হবে। আমাদের গোটা দলের ভারসাম্যের কথাটাও মাথায় রাখতে হবে।’’
আরও পড়ুন: গড়াপেটার অভিযোগে উত্তাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ
সামনে এ বার ওয়ান ডে সিরিজ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসী ব্যাটসম্যানদের বিরুদ্ধে নামতে হবে ভারতের বোলারদের। বিপক্ষ ব্যাটসম্যানদের ভারতের বোলারেরা সামলাতে পারবে কি না জানতে চাইলে অরুণ বলেন, ‘‘অবশ্যই। শেষ তিনটে ম্যাচের মধ্যে দুটো জিতেছি আমরা। আমাদের বোলিংও খারাপ হয়নি। আমি নিশ্চিত ওদের ব্যাটসম্যানদের সামলানোর মতো ক্ষমতা আমাদের বোলারদের রয়েছে। তবে এটাও বলতে হবে ওয়েস্ট ইন্ডিজ খুব লড়াকু দল। তবে ওদের ব্যাটসম্যানরা আগ্রাসী হয়ে উঠলে আমাদের কাছেও উইকেট নেওয়ার সুযোগ থাকবে।’’