২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০৩ রান তোলে বিরাটের ভারত। ২৮ রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
২০০৯-এর ১২ ডিসেম্বর মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১১ রান করে টিম ইন্ডিয়া । এই ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারতে হয় শ্রীলঙ্কাকে।। এটা ভারতের চতুর্থ সর্বোচ্চ স্কোর।
তালিকার তিন নম্বরে ২০০৭-এর ১৯ সেপ্টেম্বর ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৮ রান। ম্যাচটি ১৮ রানে জিতে নেয় ভারত।
২০১৬ সালের ২৭ অগস্ট আমেরিকার ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪ উইকেটে ২৪৪ রান তোলে ভারত। যদিও ম্যাচটি জিততে পারেনি মহেন্দ্র সিংহ ধোনির দল। ১ রানে হেরে যায় তাঁরা। টি২০-তে এটাই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
২০১৭ সালের ২২ ডিসেম্বর ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে ভারত। ম্যাচটি ৮৮ রানে জিতে নেয় টিম ইন্ডিয়া। টি২০-তে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর।