ফাইল চিত্র।
প্রো কবাডি লিগের ফাইনালে বঙ্গোযোদ্ধারা। প্রথম বার এই কৃতিত্ব বেঙ্গল ওয়ারিয়র্সের। শনিবার তাদের প্রতিপক্ষ দাবাং দিল্লি।
বুধবার সেমিফাইনালে ইউ মুম্বাকে ৩৭-৩৫ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলার দলটি। অন্য সেমিফাইনালে বেঙ্গালুরু বুলসকে ৪৪-৩৮ পয়েন্টে হারিয়েছে দিল্লি। দলের মূল রেইডার মনিন্দর সিংহকে ছাড়াই ইউ মুম্বার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন বঙ্গযোদ্ধারা।
অন্য দিকে ইউ মুম্বার রিঙ্কু নারওয়ালের বেশ কিছু ভুলের খেসারত দিতে হয়েছে তাদের। বাংলার হয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স সুকেশ হেগড়ের। তাঁর নেতৃত্বেই আক্রমণাত্মক খেলার আত্মবিশ্বাস পেয়েছে দল। মুম্বই তুলনামূলক ভাবে শক্তিশালী হলেও বঙ্গযোদ্ধাদের লড়াইয়ের সামনে হার মানতে হয়েছে।
অন্য দিকে, দিল্লি যদিও বিপক্ষকে দাঁড়াতে দেয়নি। নবীন কুমারের আক্রমণের বিরুদ্ধে ম্লান বেঙ্গালুরুর রক্ষণ। ম্যাচের বেশির ভাগ সময়েই ছয় থেকে আট পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল দিল্লি। ম্যাচ শেষ করে ছয় পয়েন্ট এগিয়ে থেকেই।