চোট সারিয়ে মাঠে নামলেন প্রায় দু’মাস পর। কিন্তু বিজয় হজারে ট্রফির গ্রুপ লিগের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে উইকেটহীন থাকতে হল মহম্মদ শামিকে। উইকেট নেই অশোক ডিন্ডারও। ফলে গ্রুপ ‘সি’-র শেষ ম্যাচে পার্থিব পটেলের গুজরাতের বিরুদ্ধে শামির বাংলা হারল সাত উইকেটে।
তবে হারলেও ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে নকআউটে গেল বাংলা। ১৪ মার্চ কোয়ার্টার ফাইনালে মনোজ তিওয়ারির টিমের প্রতিপক্ষ মহারাষ্ট্র।টসে জিতে এ দিন গুজরাত অধিনায়ক পার্থিব ব্যাট করতে পাঠান বাংলাকে। ৪৯.১ ওভারে বাংলার ইনিংস শেষ হয় ১৬৮ রানে। অভিমন্যু ঈশ্বরন (৩৭), আমির গনি (৩৭) এবং অশোক ডিন্ডা (৩৩) ছাড়া বাংলার হয়ে আর কেউ তিরিশের উপরে রান করতে পারেননি। গুজরাতের হয়ে ২৭ রানে তিন উইকেট নেন পেসার জসপ্রীত বুমরাহ। জবাবে ২৮ ওভারেই তিন উইকেট হারিয়ে১৭২ রান তুলে ম্যাচ শেষ করে দেয় গুজরাত। অধিনায়ক পার্থিব করেন ৮৮। এ দিন জিতে ১৬ পয়েন্ট নিয়ে বাংলার সঙ্গে নকআউটে গেল গুজরাত। ১৩ মার্চ কোয়ার্টার ফাইনালে গুজরাতের প্রতিপক্ষ তামিলনাড়ু। ফলে গ্রুপেই থেমে যেতে হল রঞ্জি ট্রফির ফাইনালিস্ট মুম্বইকে। গুজরাতের মতোই মুম্বইয়ের পয়েন্ট দাঁড়িয়েছিল ১৬। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হল মুম্বইকে।