ভলিব‌লে চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা

৬২তম জাতীয় স্কুল গেমস মিনি ভলিবল চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব ১৪) মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হল বাংলা। গত ৫ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা চলছিল মধ্যপ্রদেশের খারগোঁতে। বাংলার ছেলে ও মেয়ে— উভয় দলই গ্রুপ ‌লিগে সবক’টি ম্যাচ জিতে নকআউট পর্যায়ে পৌঁছয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ০২:১৩
Share:

চ্যাম্পিয়ন দল।

৬২তম জাতীয় স্কুল গেমস মিনি ভলিবল চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব ১৪) মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হল বাংলা। গত ৫ ডিসেম্বর থেকে প্রতিযোগিতা চলছিল মধ্যপ্রদেশের খারগোঁতে। বাংলার ছেলে ও মেয়ে— উভয় দলই গ্রুপ ‌লিগে সবক’টি ম্যাচ জিতে নকআউট পর্যায়ে পৌঁছয়। কিন্তু কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডের কাছে হেরে বিদায় নেয় ছেলেরা। মেয়েদের ১২ জনের দলে হুগলির ৬, উত্তর ২৪ পরগনার ৪ এবং হাওড়ার ২ জন সুযোগ পেয়েছিল। কোয়ার্টার ফাইনালে কর্নাটক এবং সেমিফাইনালে হরিয়ানাকে হারিয়ে তারা ফাইনালে ওঠে। শুক্রবার ফাইনালে তারা উত্তরপ্রদেশের মুখোমুখি হয়। তাদের ৩-১ সেটে হারিয়ে দেয় বাংলা।

Advertisement

মেঘা দাস।

বাংলা দলের মেঘা দাস দুর্দান্ত খেলে সকলের নজর কাড়ে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বারাসতের মেঘা। টুর্নামেন্টের সেরাও হয়েছে মেঘা। এ ছাড়া হুগলির প্রেরণা পাল, দেবারতি দাস, অর্চিতা শর্মা, স্বাতী দাস, উত্তর ২৪ পরগনার জয়তি দাস, তানিয়া দেবনাথরাও নজর কেড়েছে। ফোনে দলের কোচ কিশোরকুমার মালাকার, ম্যানেজার জয়ন্ত বিশ্বাস বলেন, ‘‘এখানে আমরা ভাল সমর্থন পেয়েছি। আমরা খুশি।’’ ছেলেদের দল হারলেও বর্ধমানের বিকাশ সাউ নজর কেড়েছে। কোয়ার্টার ফাইনালে সে ম্যাচের সেরা হয়।

Advertisement

—নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement