সিদ্ধান্ত নেবে বিসিসিআই: মহেন্দ্র সিংহ ধোনি

তাঁর অবসর নিয়ে অনেক জল্পনা হয়েছে। এবং সেই জল্পনা যে তাঁর পিছু ছেড়েছে এমনটাও নয়। কখনও কখনও মিস্টার কুল সেই সব প্রশ্নে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ২১:৫৪
Share:

তাঁর অবসর নিয়ে অনেক জল্পনা হয়েছে। এবং সেই জল্পনা যে তাঁর পিছু ছেড়েছে এমনটাও নয়। কখনও কখনও মিস্টার কুল সেই সব প্রশ্নে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। এবার অবশ্য অধিনায়কত্বের প্রশ্নে বিসিসিআই-এর উপর ছেড়ে দিলেন সিদ্ধান্তের দায়িত্ব। টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন।এই মুহূর্তে খেলছেন ওয়ান ডে ও টি২০। দুই ফর্ম্যাটেরই অধিনায়ক তিনি। এমন অবস্থায় অধিনায়কত্বের প্রশ্নে বিসিসিআই-এর কোর্টেই বল ঠেললেন ধোনি। বলেন, ‘‘এমন নয় যে আমি খেলাটা উপবোগ করছি না। এই সিদ্ধান্ত বিসিসিআই-এর। যেটা আমার হাতে নেই।’’

Advertisement

জিম্বাবোয়েতে সিরিজ খেলতে আজই উড়ে গেল ধোনি অ্যান্ড ব্রিগেড। ১১ জুন থেকে শুরু হবে একদিনের সিরিজ। কয়েকদিন আগেই দলের প্রাক্তন ডিরেক্টর রবি শাস্ত্রী বলেছিলেন, ধোনির এখন অধিনায়কত্বের চাপ থেকে বেরিয়ে ঠান্ডা মাথায় খেলা উচিত। সেই প্রসঙ্গেই এই মন্তব্য ধোনি। তিনি আরও বলেন, ‘‘আমি এখন ৩৫। যখন আমি দেখব আমি স্বাভাবিক ছন্দে দৌঁড়তে পারছি না তখন বুঝব সময় হয়ে গিয়েছে। আমার নিজেকে ফিট রাখতে হবে। ওটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমি ফার্স্ট বোলার নই। যাদের প্রতিদিন নিজেকে পরিবর্তন করার প্রয়োজন হয়। একজন উইকেট কিপারের জন্য চাহিদাটা সেট।’’

এই মুহূর্তে জিম্বাবোয়ে সিরিজ নিয়েই ভাবতে চাইছেন ধোনি। বলেন, ‘‘২০১৯ বিশ্বকাপ নিয়ে ভাবার সময় আসেনি এখনও। আমার বিশ্বাস এর মধ্যে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। আমরা যে রকম ক্রিকেট সূচির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে এত আগে কিছু বলাই সম্ভব নয়। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাও ভাবা যায়। যদিও আমরা খুব বেশি ওয়ান ডে সিরিজ খেলছি না। এর পর আবার আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলব। আমি বেশি টেস্ট ক্রিকেটই খেলব এই সিজনে। আমার মতে সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ, আর যার জন্য সেরা দলটিই বেছে নিতে হবে।’’

Advertisement

আরও খবর

ভারতের ঐতিহ্য বুঝবেন এমন কোচ চান ধোনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement