লোঢা কমিশনের সামনে মঙ্গলবার নিজেদের বক্তব্য পেশ করে এলেন বোর্ড সচিব অনুরাগ ঠাকুর ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল। কমিটির দ্বিতীয় পর্বের রিপোর্ট প্রকাশ হওয়ার পর বোর্ড কোন পথে সংস্কার চাইছে সে বিষয়ে নিজেদের বক্তব্য জানিয়ে এসেছেন দুই বোর্ড কর্তা। পরে বোর্ড সচিব অনুরাগ বলেছেন, ‘‘লোঢা কমিশনের সঙ্গে এ দিন আমি দেখা করেছি। ঘণ্টাখানেকের বৈঠকও হয়েছে। আলোচনা ইতিবাচক হয়েছে।’’ জুলাইয়ে লোঢা কমিটি চেন্নাই সুপার কিংগস ও রাজস্থান রয়্যালসকে আইপিএল থেকে দু’বছরের নির্বাসিত করার সুপারিশ করেছিল।