রাঁচীতে ভারতের যন্ত্রণা

বোর্ড বলছে কোহালি খেলবেন

কখনও শোনা গেল, বিরাটকে ১৫ থেকে ২০ দিন বিশ্রাম নিতে বলা হয়েছে। কখনও শোনা গেল, এই সিরিজেই তাঁর নামা নাকি কঠিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রাঁচী শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৭ ০৩:৩১
Share:

বিষাদে: রাঁচী টেস্টের প্রথম দিনে চোট পেয়ে অনিশ্চিত বিরাট কোহালি। ছবি: পিটিআই।

কখনও শোনা গেল, বিরাটকে ১৫ থেকে ২০ দিন বিশ্রাম নিতে বলা হয়েছে। কখনও শোনা গেল, এই সিরিজেই তাঁর নামা নাকি কঠিন। বিরাট কোহালির চোট নিয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত চলল নাটক। শেষে রাতে ভারতীয় বোর্ড জানিয়ে দিল, বিরাটের চোট বড় কিছু নয়। তাঁর চিকিৎসা চলছে। চলতি টেস্টে তিনি অংশ নিতে পারবেন। আঙুলে দশটা সেলাই নিয়ে ইডেনে সেঞ্চুরি করেছিলেন। এ বার কি কাঁধের ব্যান্ডেজ বেঁধে তেমন কিছু অসাধ্য সাধন করে দেখাবেন?

Advertisement

রাঁচীর মাঠে এ দিন ডান কাঁধে চোট লাগে তাঁর। লাঞ্চের পরে পিটার হ্যান্ডসকম্বের একটা বাউন্ডারি বাঁচাতে গিয়ে ডান কাঁধের উপর ভর দিয়ে পড়েন তিনি। কাঁধে এমআরআই স্ক্যান করা হয়। রাঁচীর যে নামী বেসরকারি ক্লিনিকে স্ক্যান হয়, সেই ক্লিনিক থেকে জানানো হয়েছিল, কোহালিকে অন্তত দু’সপ্তাহ বিশ্রাম নিতে হতে পারে। কিন্তু রাতে বোর্ড ই-মেলে জানায়, চোট গুরুতর নয়, চিকিৎসা চলা অবস্থাতেই তিনি এখানে নামতে পারবেন।

আরও পড়ুন

Advertisement

ডাক্তারি আশঙ্কা রাতেই দূর হল

ক্লিনিকের ডাক্তাররা যেখানে বলছেন, এই চোটে দু’সপ্তাহ বিশ্রাম দরকার, সেখানে বিরাট কী করে শুক্রবারই মাঠে নেমে পড়বেন? এই প্রশ্নও উঠে গেল। ভারতীয় দল সূত্রের খবর, বিরাট নিজেই দলের ডাক্তারদের জানিয়ে দিয়েছেন, যে করেই হোক, তিনি এই টেস্টে খেলবেনই। কাঁধে ব্যান্ডেজ ও কর্টিজেন ইঞ্জেকশন নিয়েও নাকি খেলতে রাজি তিনি। চোট লাগার পরে ড্রেসিংরুমে বসে কাঁধে বরফ ঘষতে ঘষতে স্টিভ স্মিথের সেঞ্চুরি দেখেন বিরাট। পরে দলের ফিল্ডিং কোচ শ্রীধর বলেন, ‘‘ডান কাঁধের উপর পড়ার পর ওর শরীরটা রোল করে যায়। কাঁধে বেশ ঝাঁকুনি লেগেছে।’’ এর পরই কোহালির খেলার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। রাতে বোর্ডের ই-মেলে সেই সংশয় দূর হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement