Chapecoense

চাপেকোয়েনসের নিহত ফুটবলারদের শ্রদ্ধাজ্ঞাপন বার্সার

বার্সার হয়ে একটি গোল করেন মেসি। ম্যাচের শেষে চাপেকোয়েনসের অ্যালান গুসেলের হাতে নিজের সই করা একটি জার্সিও তুলে দেন এল এম টেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদবন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১৯:৫৮
Share:

অ্যলান রুসেলকে সই করা জার্সি তুলে দিচ্ছেন লিওনেল মেসি। ছবি: অ্যলান রুসেলের ইনস্টাগ্রাম সৌজন্যে।

বিমান দুর্ঘটনায় নিহত চাপেকোয়েনস ফুটবলারদের প্রতি শ্রদ্ধা জানাল বার্সেলোনা। গত আট মাস আগে ২০১৬ কোপা সুদামেরিকানা কাপের ফাইনালে খেলতে যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যান ২১ জন চাপেকোয়েনস ফুটবলার। দিনটিকে ফুটবল বিশ্বের কালো দিন হিসেবে চিহ্নিত করা হয়।

Advertisement

আরও পড়ুন: পাল্লেকেলি টেস্ট থেকে ছিটকে গেলেন রঙ্গনা হেরাথ

আরও পড়ুন: আজহারের বকেয়া নিয়ে সিদ্ধান্ত হতে পারে কাল

Advertisement

সেই সময় বার্সা জানিয়েছিল নিহত প্লেয়ারদের সম্মান জানাতে এবং ক্লাবটিকে আর্থিক ভাবে সাহায্য করতে জোয়ান গামপার ট্রফিতে আমন্ত্রন জানানো হবে। সেই কথা মতোই সোমবার ন্যু ক্যাম্পে মেসিসুয়ারেজের বিরুদ্ধে মাঠে নামে চাপেকোয়েনসের নতুন ফুটবলাররা। তবে ধারে ভারে মেসিদের থেকে পিছিয়ে থাকা চাপেকোয়েনস সেই ভাবে দাঁত ফোটাটে পারেনি। ন্যু ক্যাম্পের মাঠে ৫০ গোলে পরাজিত হয় চাপেকোয়েন্স। বার্সার হয়ে একটি গোল করেন মেসি। 👏👏👏 ম্যাচের শেষে চাপেকোয়েনসের অ্যালান গুসেলের হাতে নিজের সই করা একটি জার্সিও তুলে দেন এল এম টেন। বার্সার এই উদ্যোগে খুশি গোটা ফুটবল বিশ্ব।

তবে ধারে ভারে মেসিদের থেকে পিছিয়ে থাকা চাপেকোয়েনস সেই ভাবে দাঁত ফোটাটে পারেনি। ন্যু ক্যাম্পের মাঠে ৫০ গোলে পরাজিত হয় চাপেকোয়েন্স। বার্সার হয়ে একটি গোল করেন মেসি।

ম্যাচের শেষে চাপেকোয়েনসের অ্যালান গুসেলের হাতে নিজের সই করা একটি জার্সিও তুলে দেন এল এম টেন। বার্সার এই উদ্যোগে খুশি গোটা ফুটবল বিশ্ব।

সেই সময় বার্সা জানিয়েছিল নিহত প্লেয়ারদের সম্মান জানাতে এবং ক্লাবটিকে আর্থিক ভাবে সাহায্য করতে জোয়ান গামপার ট্রফিতে আমন্ত্রন জানানো হবে। সেই কথা মতোই সোমবার ন্যু ক্যাম্পে মেসিসুয়ারেজের বিরুদ্ধে মাঠে নামে চাপেকোয়েনসের নতুন ফুটবলাররা। তবে ধারে ভারে মেসিদের থেকে পিছিয়ে থাকা চাপেকোয়েনস সেই ভাবে দাঁত ফোটাটে পারেনি। ন্যু ক্যাম্পের মাঠে ৫০ গোলে পরাজিত হয় চাপেকোয়েন্স। বার্সার হয়ে একটি গোল করেন মেসি। 👏👏👏

সেই সময় বার্সা জানিয়েছিল নিহত প্লেয়ারদের সম্মান জানাতে এবং ক্লাবটিকে আর্থিক ভাবে সাহায্য করতে জোয়ান গামপার ট্রফিতে আমন্ত্রন জানানো হবে। সেই কথা মতোই সোমবার ন্যু ক্যাম্পে মেসিসুয়ারেজের বিরুদ্ধে মাঠে নামে চাপেকোয়েনসের নতুন ফুটবলাররা। তবে ধারে ভারে মেসিদের থেকে পিছিয়ে থাকা চাপেকোয়েনস সেই ভাবে দাঁত ফোটাটে পারেনি। ন্যু ক্যাম্পের মাঠে ৫০ গোলে পরাজিত হয় চাপেকোয়েন্স। বার্সার হয়ে একটি গোল করেন মেসি। 👏👏👏 ম্যাচের শেষে চাপেকোয়েনসের অ্যালান গুসেলের হাতে নিজের সই করা একটি জার্সিও তুলে দেন এল এম টেন। বার্সার এই উদ্যোগে খুশি গোটা ফুটবল বিশ্ব।

তবে ধারে ভারে মেসিদের থেকে পিছিয়ে থাকা চাপেকোয়েনস সেই ভাবে দাঁত ফোটাটে পারেনি। ন্যু ক্যাম্পের মাঠে ৫০ গোলে পরাজিত হয় চাপেকোয়েন্স। বার্সার হয়ে একটি গোল করেন মেসি।

ম্যাচের শেষে চাপেকোয়েনসের অ্যালান গুসেলের হাতে নিজের সই করা একটি জার্সিও তুলে দেন এল এম টেন। বার্সার এই উদ্যোগে খুশি গোটা ফুটবল বিশ্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement