নজরে: মেসির উপরে কোনও চাপ পড়ুক চান না কোমান। টুইটার
লিয়োনেল মেসির বার্সেলোনা না ছাড়ার সিদ্ধান্তে শুধু সমর্থকেরা নন, উচ্ছ্বসিত রোনাল্ড কোমানও। দীর্ঘ সংঘাতের পরে গত সপ্তাহে আর্জেন্টিনীয় কিংবদন্তি আরও এক মরসুম ক্যাম্প ন্যু-তেই থাকার কথা ঘোষণা করেন। প্রাক-মরসুম প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বার্সেলোনার সর্বকালের সর্বাধিক গোলদাতা। গত বৃহস্পতিবার ফুটবলারদের ছুটি দিয়েছিলেন নতুন ম্যানেজার কোমান। কিন্তু মেসি বিশ্রাম না নিয়ে একাই অনুশীলনে নেমে পড়েছিলেন।
শনিবার জিমন্যাস্টিকের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে বার্সালোনার মিডিয়া চ্যানেলে উচ্ছ্বসিত কোমান বলেছেন, ‘‘সকলেই জানে মেসি বিশ্বের সেরা ফুটবলার। এ রকম এক জন ফুটবলার থাকলে যে কোনও দলই অন্যদের চেয়ে আলাদা হয়।’’
বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া থেকে মত বদল, কোনও ব্যাপারেই এত দিন মন্তব্য করেননি নেদারল্যান্ডসের প্রাক্তন তারকা। শনিবার প্রথমবার তাঁর প্রতিক্রিয়া জানালেন কোমান। বলেছেন, ‘‘এই মুহূর্তে আমাদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ হল, লিয়ো যাতে সেরা খেলাটা খেলতে পারে, তা দেখা। ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। লিয়ো অনবদ্য। সকলেই খুশি ও বার্সেলোনা না ছাড়ায়।’’
শনিবার থেকে লা লিগা শুরু হলেও বার্সেলোনা প্রথম ম্যাচ খেলবে ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিরুদ্ধে। অগস্টে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্যই প্রথম দু’সপ্তাহে লা লিগায় মেসিদের ম্যাচ দেওয়া হয়নি। তাই এখন প্রস্তুতি ম্যাচকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন নতুন বার্সা ম্যানেজার। তিনি বলেছেন, ‘‘ফুটবলারেরা ৪৫ মিনিটে নিজেদের কোথায় নিয়ে যেতে পারে, সেটাই আমি দেখতে চাই ফ্রেন্ডলি ম্যাচে।’’ তিনি যোগ করেছেন, ‘‘এই ম্যাচে গোল গুরুত্বপূর্ণ নয়। ফুটবলারদের সঙ্গে রণনীতি নিয়ে আমি কথা বলেছি। বল আমাদের দখলে থাকলে কী ভাবে খেলব, বিপক্ষের কাছে থাকলে কী ভাবে চাপ সৃষ্টি করতে হবে সেটাই দেখতে চাই শনিবারের ম্যাচে।’’