শাহদাত হোসেন। ছবি: সংগৃহিত।
এক বছর পর নির্দোষ প্রমাণিত হলেন বাংলাদেশের ক্রিকেটার শাহদাত হোসেন তাঁর স্ত্রী। বাংলাদেশের আদালত রবিবার সে কথা জানিয়ে দিল। গত বছর বাড়ির কাজের লোকের উপর অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দু’জনকে। ১১ বছরের সেই মেয়ে কাজ করত শাহদাতের বাড়িতে। তাঁকে শহরের রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ। তার পর সেই শাহদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ আনেন। তখনও গ্রেফতার করা হয় ৩০ বছরের এই ফার্স্ট বোলারকে। কিন্তু কোনও প্রমাণ না পাওয়ায় পরে ছেড়েও দেওয়া হয় দু’জনকে। তার আগে গত অক্টোবরে পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর দু’মাস জেলে থাকতে হয়েছিল শাহদাতকে। পরে জামিনে মুক্তি পান তাঁরা।
এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাহদাতকে সব রকম ক্রিকেট থেকে নির্বাসিত করে। গত মে মাসে স্থানীয় ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হয় শাহদাতকে। তার পরও এই মরসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনও দল তাঁকে ডাকেনি। নির্বাসনের আগে দেশের হয়ে ৩৮টি টেস্টে ৭২টি উইকেট ও ৫১টি একদিনের ম্যাচে ৪৭টি উইকেট নিয়েছিলেন তিনি। নির্দোষ প্রমাণিত হয়ে খুসি শাহদাত বলেন, ‘‘সত্যের জয় হয়েছে।’’ এখনও দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন। আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁকে সেই সুযোগ দেবেন। বলেন, ‘‘আমারা এখনও দেশকে কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে।’’
আরও খবর
‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটা উত্থানের স্বপ্ন এখন দেখাই যেতে পারে’