দুরন্ত জয়। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে এদিন উৎসবের মেজাজেই বাড়ির পথে গেলেন সমর্থকরা। দেশের ১১ ক্রিকেটারের লড়াইয়ে মুগ্ধ মানুষ। যেভাবে বোলাররা প্রতিপক্ষকে আটকে দিলেন কম রানে, ঠিক সেভাবেই ব্যাটিংয়েও বাজিমাত বাংলাদেশের। শুক্রবার জিম্বাবোয়েকে চার উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। ঘরের মাঠে টি২০ সিরিজের শুরুটা হল জয় দিয়ে। এতদিনের টানা অনুশীলন কাজে এল প্রথম ম্যাচেই। এই সিরিজ জয় নিয়ে প্রথম থেকেই মুখিয়ে ছিল দল। শুরুটাও হল সেভাবেই। ব্যাটে বলে দলকে জয়ের দিকে নিয়ে গেলেন সাকিব। জিম্বাবোয়ের ব্যাটিংয়ে প্রথম ধস নামান সাকিবই। ওপেনার শিবান্দাকে তুলে নেন তিনি। বাকি কাজ করে যান আল আমিন হোসেন, মুস্তাফিজুররা। দু’জনেই দুটো করে উইকেট নেন। সামনে এশিয়া কাপ তারপর টি২০ বিশ্বকাপ। তার আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে জয় দিয়ে শুরুটা দলকে আত্মবিশ্বাসী করবে। তবে আত্মতুষ্ট হতে নারাজ টিম বাংলাদেশ।
জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে হারটা মাথায় রেখেই এদিন মাঠে নেমেছিলেন মাশরাফি, সাকিবরা। জিম্বাবোয়েকে ১৬৩ রানে আটকে দেওয়ার পরও ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ওপেন করতে নেমে সাত রানেই রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে যান সৌম্য সরকার। তামিমের সঙ্গে তখন দলের ব্যাটিংয়ের হাল ধরেন সাব্বির রহমান। তামিমও বেশি সময় সঙ্গ দিতে পারেননি। ২৯ রানে আউট হয়ে যান তিনি। উল্টোদিকে বাংলাদেশ ব্যাটিং হাল ততক্ষণে ধরে ফেলেছেন সাব্বির। শুভাগত ঘরের মাঠে জ্বলে উঠতে ব্যর্থ। ছ’রানেই ফিরে যান তিনি। এর পর মুশফিকুরের ২৬ ও সাকিব আল হাসানের অপরাদিত ২০ রানের ইনিংসে জয় তুলে নেয় বাংলাদেশ। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নেওয়া।