saina nehwal

Saina Nehwal: আড়াই বছর পরে কোয়ার্টার ফাইনালে সাইনা, হারালেন বিশ্বের ন’নম্বরকে

সিন্ধু, প্রণয়ের পর এ বার সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাইনাও। তিনি হারিয়ে দেন জিয়াওকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২২ ১৬:২৪
Share:
কোয়ার্টার ফাইনালে সাইনা।

কোয়ার্টার ফাইনালে সাইনা। —ফাইল চিত্র

সিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাইনা নেহওয়াল। হারিয়ে দিলেন বিশ্বের ন’নম্বর হি বিং জিয়াওকে। বৃহস্পতিবার কমনওয়েলথ গেমসে দু’বারের সোনাজয়ী সাইনা জিতলেন ২১-১৯, ১১-২১, ২১-১৭ ফলে।

Advertisement

পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়ের পর সাইনাও পৌঁছে গেলেন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে। আড়াই বছর পর কোনও সুপার ৫০০ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠলেন সাইনা। কয়েক বছর ধরে একাধিক চোটে ভুগছেন তিনি। শেষ তিন বছরে ওরলিন্স মাস্টার সুপার ১০০ প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠাই সাইনার সেরা সাফল্য।

সিন্ধু এবং প্রণয় আগেই এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন। সিন্ধু হারিয়ে দেন ভিয়েতনামের লিন নুয়েনকে। প্রণয় হারান চৌ তিয়েন চেনকে। কোয়ার্টার ফাইনালে প্রণয় খেলবেন কোড়াই নারায়োকার বিরুদ্ধে।

Advertisement

ছেলেদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে উঠল এমআর অর্জুন এবং ধ্রুব কাপিলা জুটি। তাঁরা হারিয়ে দেন গজ জে ফেই এবং নুর ইজুদ্দিনের জুটিকে। এই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন কিদম্বি শ্রীকান্ত এবং মিঠুন মঞ্জুনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement