লাসিথ মালিঙ্গার ব্যাটসম্যানের গোড়ালি তাক করে করা ভয়ঙ্কর ইয়র্কার সামলানোর উপায় কী? সচিন তেন্ডুলকরের মতে, ‘‘বাল নেহি বল কো দেখো’’। মানে, বোলার মালিঙ্গার ঝাঁকড়া চুলের দিকে না দেখে কেবল ওর বলকেই দেখো। গুরগাঁওতে এক বিজ্ঞাপনী প্রচার অনুষ্ঠানে এমনই ঠাট্টা-ইয়ার্কির মাঝেই ভারতীয় ক্রিকেট আইকন টোটকা দিলেন ভাল মানের বোলিং খেলার জন্য ব্যাটসম্যানদের কী করা দরকার। সচিনের সোজা কথা— কোয়ালিটি বোলারদের সামলাতে ব্যাটসম্যানদের বাড়তি খাটতে হবে। আরও বেশি নেটে সময় কাটাতে হবে। অনেক বেশি প্র্যাক্টিস করতে হবে। ‘‘মনে রাখতে হবে বিশ্বমানের বোলাররা কিন্তু সব সময় কিছু না কিছু নতুন নিজের ডেলিভারিতে নিয়ে আসছে। সেটার বিরুদ্ধে লড়তে গেলে ব্যাটসম্যানের প্রধান দায়িত্বই হল নিজের খেলাকে আরও উন্নত করার চেষ্টা করা। বাড়তি পরিশ্রম করা।’’