Australian Open 2021

সেরেনা, জোকোভিচরা খেলবেন নির্দিষ্ট দিনেই, জানালেন অস্ট্রেলিয়ান ওপেন আয়োজকরা

এক হোটেল কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবারের যাবতীয় প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩২
Share:

জোকোভিচদের অস্ট্রেলিয়ান ওপেনে নামতে সমস্যা নেই। ছবি টুইটার

নতুন করে কোভিড-আতঙ্ক তৈরি হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি ম্যাচ বাতিল করে দিলেন আয়োজকরা। তবে প্রতিযোগিতার দিন কোনও ভাবেই যে বদল হচ্ছে না তা স্পষ্ট জানিয়ে দিলেন ডিরেক্টর ক্রেগ টিলে।

Advertisement

এক হোটেল কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবারের যাবতীয় প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে। প্রত্যেক খেলোয়াড় এবং কর্মীর পরীক্ষাও হয়। এ দিন সূচি তৈরি হওয়ায় কথা ছিল। তাও পিছিয়ে শুক্রবার হবে বলে জানানো হয়েছে।

তবে টিলে জানিয়েছেন, “প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত। সোমবার থেকেই তা শুরু হচ্ছে না।” অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটের প্রধান ড্যান অ্যান্ড্রুজ জানিয়েছেন, প্রায় এক মাস পর প্রথম সেখানে করোনা ধরা পড়লেও, প্রতিযোগিতা বাতিল করার কোনও যৌক্তিকতা তাঁরা দেখছেন না।

Advertisement

আয়োজকরা জানিয়েছেন, প্রায় ১২০০ খেলোয়াড়, কর্মচারী এবং আধিকারিককে নিভৃতবাসে রাখতে ইতিমধ্যেই অনেক খরচ হয়ে গিয়েছে। অনেকে অনুশীলন শুরু করে দিয়েছেন পুরোদমে। এ অবস্থায় আচমকা প্রতিযোগিতা বাতিল করলে নেতিবাচক প্রভাব পড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement