serena williams

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জয় পেলেন জকোভিচ, সেরিনা, ভিনাসরা

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের বাধা সফল ভাবে টপকালেন তারকারা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৮
Share:
অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে জয় পেলেন জকোভিচ, সেরেনা

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে জয় পেলেন জকোভিচ, সেরেনা

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের বাধা সফল ভাবে টপকালেন ডমিনিক থিয়েম, স্তান ওয়ারিঙ্কা, নোভাক জকোভিচ, সেরিনা উইলিয়ামস, ভিনাস উইলিয়ামস, সিমোনা হালেপ, নেয়োমি ওসাকা। মিখেল কুকুস্কিনকে ৭-৬, ৬-২, ৬-৩ ব্যবধানে হারান ডমিনিক থিয়েম। পি সউসাকে ৬-৭, ৬-৩, ২-৬, ৬-৭-এ হারান স্টান ওয়ারিঙ্কা। ৬-৩, ৬-১, ৬-২ গেমে জেরেমি চারডিকে হারান জকোভিচ।

Advertisement

মহিলাদের মধ্যে স্ট্রেট সেটে ফ্লিপকেন্সকে হারিয়েছেন ভিনাস উইলিয়ামস। খেলার ফল ৭-৫, ৬-২। জয় পেয়েছেন সেরিনা উইলিয়ামসও। লওরা সেইগেমুণ্ডকে স্ট্রেট সেটে হারান তিনি। ফলাফল ৬-১, ৬-১। স্ট্রেট সেটে জয় পেয়েছেন তৃতীয় বাছাই ওসাকা। অ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা হারিয়ে। ফল ৬-১, ৬-২। জয় পেয়েছেন হালেপ। লিজেতে কাব্রিরাকে ৬-২, ৬-১ ব্যবধানে হারান তিনি।

বুধবার পুরুষদের ডাবলসে অভিযান শুরু করবেন ভারতের রোহান বোপান্না ও বেন ম্যাকলাচান। তাঁদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার নাম জি সুং ও মিন কিউ সং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement