australian open

ছিটকে গেলেন সেরিনা, কান্নায় ভেঙে পড়লেন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৯
Share:

হেরে কেঁদে ফেললেন সেরেনা। ছবি: পিটিআই

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস। হারার পর সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন এই টেনিস তারকা। ‘আর পারছি না’ বলে মাঝপথে উঠে যান তিনি।

Advertisement

সেমিফাইনালে তৃতীয় বাছাই জাপানের নেয়োমি ওসাকার কাছে ৩-৬, ৪-৬ গেমে হেরে যান সেরিনা। মহিলাদের সিঙ্গলসে সবথেকে বেশি ২৪টি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের মার্গারেট কোর্টের বিশ্বরেকর্ড এবারও ছোঁওয়া হল না সেরিনার। তিনি ২৩টি গ্র্যান্ড স্লাম জিতেছেন।

ম্যাচের পর সেরিনা বলেন, ‘‘এটা আমার ভুলের দিন। আমি এত বেশি ভুল করে ফেললাম আজ, সেটাই তফাৎ গড়ে দিল। বেশ কিছু সুযোগ ছিল, যেগুলো আমি অনায়াসে কাজে লাগাতে পারতাম। এমনকী ৫-০ এগিয়ে যেতে পারতাম। এটা আমার কাছে বড় ভুলের দিন।’’ এরপর তাঁর কাছে যখন জানতে চাওয়া হয়, কী কারণে তিনি এত ভুল করলেন, তখন আর নিজেকে ধরে রাখতে পারেননি সেরিনা। কাঁদতে কাঁদতে বলেন, ‘‘জানি না। আর কথা বলতে পারছি না।’’

Advertisement

চার বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনই ছিল সেরিনার শেষ গ্র্যান্ড স্লাম খেতাব। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তারপর চারবার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। এবার ছিটকে গেলেন সেমিফাইনাল থেকে।

ওসাকার সামনে ফাইনালে আমেরিকার জেনিফার ব্র্যাডি। ২২তম বাছাই ব্র্যাডি ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে হারান ২৫তম বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারলিনা মুচকোভাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement