ট্রফি নিয়ে ওসাকা। ছবি রয়টার্স
কেরিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতে নিলেন জাপানের নেয়োমি ওসাকা। শনিবার জেনিফার ব্র্যাডিকে ৬-৪, ৬-৩ গেমে কার্যত একপেশে লড়াইয়ে উড়িয়ে দিলেন তিনি। পাশাপাশি মহিলাদের টেনিসে নতুন রানি হিসেবে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করলেন।
কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন ওসাকা। সেমিফাইনালে সেরিনা উইলিয়ামসকে হারানোর পরেই বোঝা গিয়েছিল এ বারের অস্ট্রেলিয়ান ওপেন তাঁর ক্যাবিনেটেই ঢুকতে চলেছে। এদিন আমেরিকার ব্র্যাডিকে কোনও সুযোগই দেননি ওসাকা। শুরু থেকেই দাপট ছিল তাঁর। প্রথম সেটে এক সময় ০-৪ পিছিয়ে পড়লেও টানা ছ’টি গেম জিতে সেট হাসিল করেন। দ্বিতীয় সেটেও একসময় ৪-০ গেমে এগিয়ে যান। সেখান থেকে থামানো যায়নি তাঁকে।
ম্যাচের পর বিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ ওসাকা। বললেন, “ম্যাচের আগেই সবাইকে বলেছিলাম তুমি আমার জন্য সমস্যা হয়ে দেখা দেবে। সেটাই হয়েছে। গত কয়েক মাসে তোমাকে চোখের সামনে বেড়ে উঠতে দেখেছি। আশা করি ভবিষ্যতে আরও অনেক ম্যাচ খেলতে পারব।” ব্র্যাডি বললেন, “তুমি আমাদের সবার কাছে অনুপ্রেরণা।”