চ্যাম্পিয়ন্স লিগ

শেষ আটে সিটির সঙ্গে আটলেটিকোও

প্যারিস সাঁ জাঁ। বেনফিকা। রিয়াল মাদ্রিদ। উল্ফসবার্গ। এই চারের সঙ্গে এ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ক্লাবের নতুন দুই সদস্য হল ম্যাঞ্চেস্টার সিটি এবং আটলেটিকো মাদ্রিদ।

Advertisement
শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৬ ০৩:২১
Share:

প্যারিস সাঁ জাঁ। বেনফিকা। রিয়াল মাদ্রিদ। উল্ফসবার্গ। এই চারের সঙ্গে এ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল ক্লাবের নতুন দুই সদস্য হল ম্যাঞ্চেস্টার সিটি এবং আটলেটিকো মাদ্রিদ।

Advertisement

মঙ্গলবার রাতে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে ইংল্যান্ডের আশার আলো টিকিয়ে রাখল ম্যান সিটি। ডায়নামো কিয়েভের সঙ্গে প্রি-কোয়ার্টারের ফিরতি ম্যাচ ০-০ ড্র করলেও দু’পর্ব মিলিয়ে ৩-১ জিতে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটে উঠল ম্যান সিটি। ম্যাচের আগে রহিম স্টার্লিং বলেছিলেন, ‘‘সিটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষমতা রাখে।’’ তবে দুর্বল ডায়নামোর বিরুদ্ধে ড্র করার পরে কম কটাক্ষ করা হয়নি রহিমদের। প্রশ্ন উঠে গিয়েছে সের্জিও আগেরো, ইয়াইয়া তোরেরা আর কত দূর এগোতে পারবেন। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, যে দল ডায়নামোকে হারাতে পারে না তারা বার্সেলোনা, বায়ার্নের সামনে পড়লে কী করবে?

পাশাপাশি আবার চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপের মানেই স্প্যানিশ ক্লাবের দাপট। যা জারি রেখে গত রাতে পিএসভি আইন্দোভেনকে টাইব্রেকারে ৮-৭ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল রোনাল্ডোর পড়শি ক্লাব আটলেটিকো মাদ্রিদ। প্রথম পর্বের মতোই ফিরতি ম্যাচও ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়েও ছবি পাল্টায়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পিএসভির লুসিয়ানো নরসিংহ পেনাল্টি ফস্কান। শেষ আটে উঠে আটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, ‘‘ভয় ছিল দলের মধ্যে। কিন্তু আমি খুশি ছেলেরা যে ভাবে সেটাকে সামলেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement