ছবি: টুইটার।
রবিবারের কলকাতা-গোয়া মহা ম্যাচের বেশ কিছুটা থেকেই উত্তেজনায় ফুটছিল দু’পক্ষই। প্র্যাকটিস মাঠ নিয়ে নিয়ে চূড়ান্ত নাটকের আবহে যুবভারতিতে মাঠে নেমেছিল হাবাস আর জিকোর দল। পরিসংখ্যানের বিচারে এগিয়ে থাকা হাবাস আপাতত তা আরও ভাল করার পথে। দু’মিনিটে পর পর দু’টি গোল করে ম্যাচে এগিয়ে যায় আটলেটিকো। ৬৮ মিনিটে পেৃনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান হিউম। ৭৮ মিনিটে গোল নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন দ্যুতি। এই ম্যাচ জেতায় শেষ চারের টিকিট কার্যত নিশ্চিত হয়ে গেল হিউম-বোরহাদের। ১২ ম্যাচ খেলে লিগ টেবিলের শীর্ষে চলে এল কলকাতা। আর এক ম্যাচ কম খেলে দু’নম্বরে চলে গেল জিকোর দল।
এ দিন ম্যাচের ২০ মিনিটে দ্যুতি এবং ২২ মিনিটে বোরহা ফার্নান্দেজ গোল করেন। সেই গোল দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্তও শোধ করতে পারেনি জিকোর দল। উল্টে দ্যুতিকে বক্সে ফেলে দিয়ে গোয়াকে আরও বিপদে ফেলেন কোলাসিও। পেনাল্টি থেকে গোল করেন হিউম। তবে রোমিও ফার্নান্ডেজ এবং মান্দার রাও দেশাইয়ের পরিবর্তে নারায়ণ দাস এবং কোলাসিওকে প্রথম এগারোয় রেখে জিকো কিছুটা রক্ষণাত্মক হয়েই নেমেছিলেন। দু’টি পরিবর্তন করেছে কলকাতাও। দলে এসেছেন আরাতা এবং ভালদো।