উচ্ছ্বাস: এটিকের দুই গোলদাতা এদু ও অঙ্কিত। ছবি: সুদীপ্ত ভৌমিক
এটিকে ২ • দিল্লি ডায়নামোস ১
ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের শেষ ম্যাচ জিতল দু’বারের চ্যাম্পিয়ন এটিকে। রবিবার তারা দিল্লি ডায়নামোসকে হারাল ২-১।
এ দিনের জয়ের ফলে ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল স্টিভ কপেলের দল। এ দিন দিল্লির দলটিকে হারিয়ে পুরো তিন পয়েন্ট পাওয়ায় লিগ তালিকায় ছয় নম্বরে থাকলেন মানুয়েল লানজ়ারোতেরা। লিগ তালিকায় প্রথম ছয়ে শেষ করায় সুপার কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল এটিকে। অন্য দিকে, ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় আট নম্বরে থাকল দিল্লি।
দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে এ দিন প্রথমার্ধে এটিকে কোনও গোল করতে পারেনি। প্রথম ৪৫ মিনিটে ম্যাচের ফল ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে জয়েশ রানে, প্রীতম কোটালরা। ৬৩ মিনিটে প্রীতমের ক্রস থেকেই হেডে এটিকেকে এগিয়ে দেন এদু গার্সিয়া। কিন্তু সেই গোল ধরে রাখতে পারেনি কলকাতার দলটি। নয় মিনিট পরেই ৭২ মিনিটে দিল্লি ডায়নামোসের হয়ে সমতা ফেরান নন্দ কুমার। দিল্লি ডায়নামোসের ফুটবলার লাল্লিনজ়ুয়ালা ছাংতের ক্রস এটিকে রক্ষণ বিপন্মুক্ত করলেও বল শেষ পর্যন্ত জমা পড়ে ওই ছাংতের পায়েই। ছাংতে সেই বল ধরে বাড়ান এটিকে বক্সে অরক্ষিত অবস্থায় থাকা নন্দ কুমারকে। নন্দ বল পেয়েই জোরালো শটে গোল করেন। যা রুখতে পারেননি এটিকে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে এটিকে শিবিরে জয় এনে দেন দমদমের ছেলে অঙ্কিত মুখোপাধ্যায়। বাঁ দিক থেকে বল বাড়িয়েছিলেন এটিকের এদু গার্সিয়া। সেই বল লক্ষ্য করে ২-১ করেন অঙ্কিত।