Asian Champions Trophy 2023

হকিতে ৭-২ হরমনপ্রীতদের

প্রথম কোয়ার্টারেই ভারত ২-০ এগিয়ে গিয়েছিল অধিনায়ক হরমনপ্রীত সিংহের জোড়া গোলে। পরপর পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ০৮:৪৫
Share:

এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল ৭-২ গোলে হারাল চিনকে। ছবি: পিটিআই।

এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু করল তিন বারের চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার চেন্নাইয়ে ভারতীয় দল ৭-২ গোলে হারাল চিনকে।

Advertisement

প্রথম কোয়ার্টারেই ভারত ২-০ এগিয়ে গিয়েছিল অধিনায়ক হরমনপ্রীত সিংহের জোড়া গোলে। পরপর পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করেন। ৩-০ করেন সুখজিৎ সিংহ। দ্বিতীয় কোয়ার্টারের শুরু দিকে আকাশদীপ সিংহ ৪-০ করেন। তবে এই সময় ভারতীয় রক্ষণের ভুলের সুযোগ নিয়ে চিনের হয়ে ব্যবধান কমান ওয়েনহুই (৪-১)। আবার ভারত এগিয়ে যায় ৫-১ গোলে বরুণ কুমার পেনাল্টি কর্নার থেকে গোল করায়। চিন ফের ব্যবধান কমায় জিয়েসেং গাওয়ের দ্বিতীয় কোয়ার্টারে করা গোলের সাহায্যে (৫-২)। তবে বরুণ আবারও ভারতকে এগিয়ে দেন পেনাল্টি কর্নার থেকে ৬-২ করে। তৃতীয় কোয়ার্টারে মনদীপ সিংহ ৭-২ করেন।

এ দিনের অপর ম্যাচে পাকিস্তানকে ৩-১ হারিয়েছে মালয়েশিয়া। জোড়া গোল করেন মালয়েশিয়ার ফিরহান আশারি। অপর গোলটি শেলো সিলভেরিয়াসের। পাকিস্তানের একমাত্র গোলটি করেন আবদুল রেহমান। পাশাপাশি গত বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ২-১ গোলে হারিয়েছে জাপানকে। রোয়োমা উকা প্রথমে এগিয়ে দিয়েছিলেন জাপানকে। সমতা ফেরান চেয়োলিয়োন পার্ক। এর পরে জুংহু কিম গোল করে দক্ষিণ কোরিয়ার জয় নিশ্চিত করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement