পুরস্কৃত: ফারুখ ইঞ্জিনিয়রের কাছ থেকে সেরা ক্রিকেটারের পুরস্কার নিয়ে বিরাট কোহালি। বিসিসিআই
বিসিসিআই পুরস্কার অনুষ্ঠানে চাঁদের হাট বসল বুধবার রাতে। আর এই মঞ্চে নায়ক সেই বিরাট কোহালি এবং আর অশ্বিন।
২০১৫-১৬ মরসুমে দেশের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের সম্মান পেলেন বিরাট। প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়রের হাত থেকে নিলেন পলি উম্রিগড় পুরস্কার। এই নিয়ে তিন বার এই পুরস্কার জিতলেন কোহালি। যা এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার করে দেখাতে পারেননি।
অন্য দিকে আর অশ্বিনও তাঁর অধিনায়কের পথ অনুসরণ করলেন। ওয়েস্ট ইন্ডিজে ২০১৬-র সফরে চার টেস্টে ১৭ উইকেট শিকারের জন্য পেলেন সি কে নাইডু পুরস্কার। এই পুরস্কারও অশ্বিনের হাতে তুলে দেন ইঞ্জিনিয়র।
পুরস্কার নিয়ে বিরাট বলেন, ‘‘গত ১০-১২ মাস অবিশ্বাস্য কেটেছে। কে কী ভাবল, তা নিয়ে চিন্তা করব না, এটাই আমাদের ড্রেসিংরুমের চিন্তাধারা। একসঙ্গে জিততে শিখছি, হারতেও শিখছি। সব ফর্ম্যাটেই আমি সেরা হতে চেয়েছি। আমার কাছে একটা বড় সুযোগ ছিল। আমি একটা পথ অনুসরণ করি আর পুরো দলই সেই পথটায় বিশ্বাস করে।’’ এই অনুষ্ঠানে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সিইও জেমস সাদারল্যান্ডও।
এরই মধ্যে অশ্বিনকে পুরস্কার তুলে দিতে গিয়ে ইঞ্জিনিয়র একটা গোলমাল করে ফেলেন। অশ্বিনকে প্রশ্ন করেন, ‘‘কর্নাটকের জলে কী এমন আছে যে ওখান থেকে চন্দ্র (ভগবৎ চন্দ্রশেখর), প্রসন্ন আর তোমার মতো দুর্দান্ত স্পিনার উঠে আসছে?’’ যা শুনে তামিলনাড়ুর অফস্পিনার বলেন, ‘‘রাজনীতিতে ঢুকছি না। তবে সম্প্রতি তামিলনাড়ুতে আমরা কাবেরীর জল পেয়েছি। সেটাই হয়তো কারণ হবে।’’ অশ্বিনের উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন সবাই।
নায়ক: বোর্ডের অনুষ্ঠানে অশ্বিন। বৃহস্পতিবার। বিসিসিআই
বুধবার টাইগার পটৌডি বক্তৃতা দিলেন ইঞ্জিনিয়ার। যা শুনে অশ্বিন বলেছেন, ‘‘আমি পাঁচ বার পটৌডি স্মারক বক্তৃতা শুনেছি। যেখানে রাহুল দ্রাবিড়, ভি ভি এস লক্ষ্মণ, আমাদের কোচ অনিল কুম্বলে— সবার বক্তৃতা শুনেছি। আর সেই অভিজ্ঞতা থেকে বলছি, ফারুখ ইঞ্জিনিয়র যা বক্তৃতা দিলেন, সে রকম রোম্যান্টিক বক্তৃতা আগে কখনও শুনিনি। আমার মনে হয়, সব ভারতীয় ক্রিকেটারের উচিত দেশের ক্রিকেট সম্পর্কে জানা। ’’
ভারতের দুই কিংবদন্তি স্পিনার বিষাণ সিংহ বেদী এবং এরাপল্লি প্রসন্ন নিয়ে অশ্বিন বলেন, ‘‘মিস্টার বেদী এবং মিস্টার প্রসন্ন কত উইকেট পেয়েছে, শুনলাম। ওই সংখ্যার কাছে আসতে হলে আমাকে পাড়ার ক্রিকেটে পাওয়া উইকেট জুড়তে হবে।’’