ভারতীয় হিসাবে এই প্রথম। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়লেন কে এল রাহুল ওরফে কান্নানুর লোকেশ রাহুল। শনিবার ভারত-জিম্বাবোয়ের এক দিনের ম্যাচে রেকর্ড গড়ে খবরের শিরোনামে বছর চব্বিশের এই উইকেটকিপার-ব্যাটসম্যান। শেষ বলে ছক্কা মেরে জয় এনে দিলেন দেশকে। প্রতিভাময় এক ব্যাটসম্যানের পাশাপাশি ভারত পেল প্রতিশ্রুতিবদ্ধ এক জোড়া ওপেনারও। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে রাহুলের সঙ্গে যোগ্য সঙ্গত করলেন অম্বাতি রায়ডু। শেষ বলের আগে ভারতের হাতে যখন ৯ উইকেট তখন জেতার জন্য রান দরকার মাত্র ৪। অপরাজিত ৬২ রানে অম্বাতি আর ৯৪ রানে রাহুল তখনও ঝকঝক করছেন ক্রিজে। রেকর্ড থেকে মাত্র ৬ রানে পিছিয়ে রয়েছেন লোকেশ। শেষ বলে রাহুলের দুর্দান্ত ছক্কায় জয় এল ভারতের আর প্রথম ভারতীয় হিসাবে ওয়ান ডে অভিষেকেই সেঞ্চুরি করার রেকর্ডও পকেটস্থ করলেন ভারতীয় টিমের এই নবীন তারকা।
যদিও বিশ্বে তাঁর আগে এই রেকর্ড রয়েছে আরও ১০ জনের। ডেনিস অ্যামিস ১৯৭২ সালে প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন। এর পর ডেসমন্ড হেইনস, অ্যান্ডি ফ্লাওয়ার, সেলিম ইলাহি, মার্টিন গাপ্টিল, কলিন ইনগ্রাম, রব নিকোল, ফিলিপ হগ, মাইকেল লাম, মার্ক চ্যাপম্যান রয়েছেন এই তালিকায়। এ বার প্রথম ভারতীয় হিসাবে এই তালিকায় নাম তুললেন রাহুল।
২৪ বছরের লোকেশ রাহুল বেঙ্গালুরুর বাসিন্দা। ২০১৩-তে আইপিএল-এ খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ২০১৪-তে যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদে। এর পর ২০১৬-তেও তাঁকে এক কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন: ক্রিকেট যুদ্ধে ভারত-পাকিস্তান! এই ২০টা তথ্য আপনার জানা আছে কি