আর্সেনালের বিদায়ী কোচ আর্সেন ওয়েঙ্গার। ছবি: রয়টার্স।
২২ বছরের দীর্ঘ সম্পর্ক তা হলে এ বার শেষ হতে চলেছে। শুক্রবার তেমনই জানিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। এই মরসুমের শেষে তিনি আর্সেনালের দায়িত্ব ছাড়ছেন। ক্লাব ওয়েব সাইটে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, ‘‘ক্লাবের সঙ্গে আলোচনার পর আমার মনে হয়েছে এটাই সঠিক সময় এই দায়িত্ব থেকে সরে যাওয়ার।’’
৬৮ বছরের ওয়েঙ্গারের ঝুলিতে রয়েছে তিনটি প্রিমিয়র লিগ টাইটেল। ২০০৩-০৪ মরসুমে তাঁর কোচিংয়ে পুরো মরসুম অপরাজিত থেকেছে আর্সেনাল। সঙ্গে সাতটি এফএ কাপ জিতেছে আর্সেনাল। ওয়েঙ্গার বলেন, ‘‘এই ক্লাবের সঙ্গে দীর্ঘ ও স্মরণীয় সময় কাটাতে পেরে আমি গর্বিত।’’
গত ১৪ বছর প্রিমিয়র লিগ জেতেনি আর্সেনাল। পর পর দু’বার চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করতে না পারা। চাপ বাড়ছিল ক্লাবের উপর। সমর্থকরাও ব্যর্থতার দায় চাপিয়ে দিচ্ছিলেন ম্যানেজারের উপরেই। যে কারণে এই সিদ্ধান্ত।
আরও পড়ুন
পেপ সেরা কোচ, মত স্টার্লিংয়ের
ওয়েঙ্গার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘‘আমি ফ্যানদের অনুরোধ করব দলের পাশে থাকুন যাতে ভাল জায়গায় শেষ করতে পারে তারা। সব আর্সেনাল প্রেমীরা ক্লাবের সম্মান রক্ষা করবে। আমার ভালবাসা আর সমর্থন সব সময় ক্লাবের সঙ্গে থাকবে।’’
এই প্রতিবাদের মুখেও পড়তে হয়েছে সম্প্রতি।
ক্লাবের মূল কর্তা স্তান ক্রেয়েনকে বলেন, ‘‘আর্সেনের ক্লাসের সঙ্গে কারও তুলনা হয় না। ওর প্রতি আমরা সব সময় কৃতজ্ঞ থাকব। যারা আর্সেনালকে ভালবাসে যারা ফুটবলপ্রেমী সকলেই আর্সেনকে সম্মানের সঙ্গে মনে করবে।’’ এর সঙ্গেই তিনি জুড়ে দেন, ‘‘আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আর্সেনালের সঙ্গে যুক্ত হয়েছিলাম কারণ আর্সেনের নিয়ে আসা সাফল্য। ও যে উচ্চতায় সাফল্যকে নিয়ে গিয়েছিল সেটা অতুলনীয়। আমরা খুব দ্রুত তাঁর পরিবর্ত খুঁজে আনব।’’