ত্রিমূর্তি: গোলের উৎসব জিহু, ডেবুসি ও মহম্মদ এলনেনির। ছবি: এএফপি।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ঝড়ে স্পার্টাক মস্কোভাকে উড়ে যেতে দেখেছিলেন ফুটবলপ্রেমীরা। চব্বিশ ঘণ্টার মধ্যেই তাঁরা দেখলেন ইংলিশ প্রিমিয়ার লিগের আর এক ক্লাব আর্সেনাল ৬-০ গোলে এফসি বেত বরিসভকে গুড়িয়ে দিয়ে ইউরোপা লিগের নক-আউট পর্বে যোগ্যতা অর্জন করল।
বৃহস্পতিবার ঘরের মাঠে এফসি বেত বরিসভের বিরুদ্ধে ১১ মিনিটে গোল করে আর্সেন ওয়েঙ্গারের দলকে এগিয়ে দেন ম্যাথিউ ডুবুসি। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন থিও ওয়ালকট। ছ’মিনিট পরে তৃতীয় গোল জাক উইলশায়ারের। প্রথমার্ধেই ৩-০ এগিয়ে যায় আর্সেনাল। তাতেও অবশ্য আক্রমণের ঝাঁঝ কমেনি। ৫১ মিনিটে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন বেত বরিসভ ডিফেন্ডার দিমিত্রি পোলাকভ। ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান অলিভিয়ের জিহু। জার্সির মধ্যে বল ঢুকিয়ে গোল উৎসর্গ করলেন সন্তানসম্ভবা বান্ধবীকে। ৭৪ মিনিটে গোল করেন মহম্মদ এলনেনি। ম্যাচের পর উচ্ছ্বসিত ওয়েঙ্গার বলেছেন, ‘‘উইলশায়ার অসাধারণ। দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে মাঝমাঠে।’’
ছয় গোলে দুরন্ত জয়ের রাতে অবশ্য বিতর্ক তৈরি হয়েছে এমিরেটস স্টেডিয়ামে দর্শকসংখ্যা নিয়ে। আর্সেনালের তরফে সরকারি ভাবে জানানো হয়েছে, ৫৪ হাজার ৬৬৪ জন দর্শক গ্যালারিতে ছিলেন। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, দর্শকের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে। অনেক কম দর্শক স্টেডিয়ামে ছিলেন।
ইউরোপা লিগের অন্য ম্যাচে রিয়াল সোসিদাদ-কে ৩-১ হারিয়ে দিয়েছে জেনিথ। এফসি কোলন ০-১ হেরেছে কার্ভেনা জেভেদার বিরুদ্ধে। লুগানো ২-১ জিতেছে এফসিএসবি-র বিরুদ্ধে। ভিক্টোরিয়া প্লাজন ২-০ হারিয়েছে হাপোয়েলকে। অস্টারসুন্ডস বনাম হার্থা ম্যাচের ফল ১-১। ভার্দার বনাম রসেনবার্গ ম্যাচও শেষ হয় ১-১। নিস ০-১ হেরে যায় ভিতসে-র বিরুদ্ধে। ভিক্টোরিয়া গুইমারেস বনাম কোয়াসপর ম্যাচের ফল ১-১। অ্যাথলেটিক ক্লাব ২-০ হারায় জোরয়াকে। এসি মিলান ০-২ হারে রিয়েকার বিরুদ্ধে।