গ্রিজ়ম্যান জানালেন, বার্সায় সই করে কেঁদে ফেলেন

স্পেনের এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজম্যান বলেছেন, ‘‘আমার দলবদল নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছিল। তার পরে যে দিন খবর এল যে, চুক্তি নিয়ে আর সমস্যা নেই, তখন আনন্দে নেচে উঠেছিলাম।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৯ ০৪:৩৬
Share:

বার্সেলোনায় সই করার দিন আঁতোয়া গ্রিজম্যান।—ছবি এপি।

স্বপ্নের দলের সঙ্গে তাঁর যাত্রা শুরু হয়ে গিয়েছে। ফরাসি স্ট্রাইকার আঁতোয়া গ্রিজম্যান স্বীকার করলেন, বার্সেলোনায় সই করার পরে তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন।

Advertisement

পরিবারের সঙ্গে এখনও ছুটি কাটাচ্ছেন মহাতারকা লিয়োনেল মেসি। কিন্তু তাঁকে ছাড়াই প্রাক-মরসুম সফর শুরু করে দিয়েছে বার্সেলোনা। টোকিয়োতে আগামী মঙ্গলবার বার্সা খেলবে নতুন ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের চেলসির বিরুদ্ধে। তার আগে স্পেনের এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজম্যান বলেছেন, ‘‘আমার দলবদল নিয়ে একটা অস্বস্তি তৈরি হয়েছিল। তার পরে যে দিন খবর এল যে, চুক্তি নিয়ে আর সমস্যা নেই, তখন আনন্দে নেচে উঠেছিলাম।’’ যোগ করেন, ‘‘বাবাকে ঘুম থেকে ডেকে তুলে বলেছিলাম, বার্সার হয়ে খেলতে আর সমস্যা নেই। আনন্দে কেঁদে ফেলেছিলাম। সেই সময়ে আমার সঙ্গে স্ত্রী, সন্তানরা এবং বেশ কিছু বন্ধুও ছিল। ওই মুহূর্তটা ভুলতে পারব না।’’

আতলেতিকো থেকে এ বার ১২০ মিলিয়ন ইউরোর (ভারতীয় মুদ্রায় ৯২৮ কোটি) বিনিময়ে আতলেতিকো ছেড়ে বার্সেলোনায় এসেছেন তিনি। যদিও এই চুক্তি নিয়ে এখনও খুশি হতে পারেনি তাঁর পুরনো ক্লাব। স্প্যানিশ মিডিয়ার খবর, প্রয়োজনে ফিফার দ্বারস্থ হতে পারে তারা। যদিও তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না ২৮ বছরের তারকা। তিনি বলেছেন, ‘‘আমার এই ক্লাবে আসার প্রধান কারণ লিয়োনেল মেসি। ওর পাশে খেলার সুযোগ পাব, সেটা ভেবেই আমি রোমাঞ্চিত। আমি অধীর আগ্রহ নিয়ে ওর ফেরার অপেক্ষায় রয়েছি।’’ অনেকে মনে করছেন, গ্রিজম্যান যতটা স্বাধীনতা নিয়ে খেলতেন আতলেতিকোতে, তা এই ক্লাবে কতটা সম্ভব হবে? বিশ্বজয়ী ফ্রান্স দলের অন্যতম তারকা তা নিয়ে চিন্তিত নন। তিনি বলেছেন, ‘‘অনুশীলনে আমি মেসির থেকে সমস্ত কিছু শিখে নেওয়ার চেষ্টা করব এবং পরে ম্যাচে তা নিজের মতো ব্যবহার করার চেষ্টা করব।’’ আরও বলেছেন, ‘‘আমি যতটা বুঝেছি তাতে মাঠে এবং মাঠের বাইরে মেসির সঙ্গে সময় কাটাতে পারলে নিজের খেলাকে আরও উন্নত করতে পারব।’’

Advertisement

গত দুই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। গ্রিজম্যান বলেছেন, ‘‘বার্সা-ভক্তেরা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে—এই তিন প্রতিযোগিতাতেই দলের হাতে ট্রফি দেখতে চান। আমি সেই প্রত্যাশা পূর্ণ করার চেষ্টা করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement