স্লো ওভার রেটের জন্য ইতিমধ্যে ম্যাচ ফির বড় অংশ দু’বার কেটে নেওয়া হয়েছে বিরাট কোহালির। তৃতীয়বার একইভাবে স্লো ওভার রেট হলে এক ম্যাচ নির্বাসিতও হতে পারেন বিরাট কোহালি। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক এখন রীতিমতো সমস্যায়। একে তো দল জিতছে না। সাত ম্যাচে এখও পর্যন্ত দুটো জয়ই এসেছে বেঙ্গালুরুর ঘরে। তার মধ্যে জরিমানার বোঝা। সব মিলে বেশ চাপে দেশের সেরা ম্যাচ উইনার এই মুহূর্তে।
প্রথম ম্যাচে স্লো ওভার রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে কোহালিকে। দ্বিতীয় ম্যাচের পর সেটা ডবল হয়েছে। মানে ২৪ লাখ। এরপর আবার হলে ৩০ লাখ টাকা জরিমানার সঙ্গে এক ম্যাচের জন্য নির্বাসিতও হতে হবে তাঁকে। আইপিএল-এর এখনও সর্বোচ্চ রান শিকারী বিরাটের সামনে ধোনির পুণে। শনিবার মুখোমুখি হবে দুই দল।
আরও খবর
নাইটদের উইকেট কিপারদের দায়িত্বে বাউচার