আন্তর্জাতিক টিমের হয়ে প্রেসিডেন্টস কাপে নামার সম্মান এল। কিন্তু গল্ফের চাঁদের হাটে শুরুটা মনের মতো করতে পারলেন না অনির্বাণ লাহিড়ী। প্রেসিডেন্টস কাপের প্রথম দিন অনির্বাণ এবং তাইল্যান্ডের অভিজ্ঞ তারকা থংচাই জায়দি-র জুটি প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র দলের রিকি ফওলার ও জিমি ওয়াকারের জুটির কাছে হেরে গেলেন।
অবশ্য একা অনির্বাণরাই নন, প্রথম দিনটা একেবারেই ভাল গেল না আন্তর্জাতিক টিমের। দিনের শেষে তারা যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে ১-৪। টুর্নামেন্টের প্রথম দিনেই এত বড় লিড যুক্তরাষ্ট্র এর আগে শেষবার পায় ২০০৭ সালে। ফলে দ্বিতীয় দিন বিশ্বের এক নম্বর জর্ডন স্পিয়েথ এবং ডাস্টিন জনসনের জুটির বিরুদ্ধে ‘ফোরবল’ ফরম্যাটে নামার জন্য এ দিনের একমাত্র বিজয়ী জুটিকে বেছে নিয়েছেন আন্তর্জাতিক টিমের ক্যাপ্টেন নিক প্রাইস। বাকি চার ম্যাচেও যে সব জুটি হয়েছে তাতে নেই অনির্বাণ। অর্থাৎ, শুক্রবার তাঁকে প্রতিযোগিতায় দেখা যাবে না। অনির্বাণ অবশ্য হতাশ নন। বরং হারলেও নিজের টিমকে উৎসাহ দিয়ে যান সারাদিন। বলেন, ‘‘নিজের জন্য নয়, খেলছি টিমের জন্য। আজ সেরাটা দিতে পারিনি। তবে টিম যখনই আবার নামতে বলবে নিজের সেরা গল্ফটা খেলার চেষ্টা করব।’’