অনির্বাণ লাহিড়ি। ছবি: এএফপি।
ভারতীয় গল্ফের ইতিহাসে নজির গড়লেন অনির্বাণ লাহিড়ি। বছরের শেষ পিজিএ চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থানে শেষ করেন তিনি। এবং প্রথম ভারতীয় হিসাবে গল্ফের ইতিহাসে এটাই সেরা পারফরম্যান্স। মার্কিন গল্ফার ব্রুকস কোয়েপকার সঙ্গে যুগ্ম ভাবে এই স্থান দখল করেন। সেই সঙ্গে র্যাঙ্কিংয়ে ৩৮ থেকে ১৫ নম্বরে উঠে এলেন তিনি। এর আগে ২০০৮-এর পিডিএ চ্যাম্পিয়নশিপে নবম স্থানে শেষ করেছিলেন জিভ মিলখা সিংখ। ম্যাচ শেষে লাহিড়ি বলেন, “এই পারফরম্যান্সের পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। আমাকে আরও ভাল পারফরম্যন্স করতে হবে। এটা আমার সেরা সপ্তাহ।” তিনি আরও বলেন, “সত্যিই ভাল লাগছে। একটা বড় স্বস্তি। জানি আমাকে আরও অনেক পথ পেরোতে হবে। তাই কখনও আত্মতুষ্টিতে ভুগিনি।”
চারটে পিজিএ চ্যাম্পিয়নশিপ খেলেছেন অনির্বাণ। তার মধ্যে তিনটিতে ৪৯তম এবং দ্য ওপেন-এ ৩০তম স্থানে শেষ করেছিলেন তিনি। আর ২০১৫-র পিজিএ চ্যাম্পিয়নশিপে এক লাফে পঞ্চম স্থান।
এক জন বাঙালি গল্ফার হিসাবেও রেকর্ড সৃষ্টি করলেন অনির্বাণ। ক্রিকেট ফুটবলের মতো জনপ্রিয় খেলায় অনেক বাঙালিই বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। কিন্তু গল্ফের ইতিহাসে যা এই প্রথম। অনির্বাণের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত এশিয়ান ট্যুর-এর চেয়ারম্যান কাই লা হান। তিনি বলেন, “বিশ্বের দরবারে নতুন প্রজন্মকে পৌঁছে দিতে এই ভারতীয় তারকার পারফরম্যান্স যথেষ্ট অনুপ্রেরণাময়।” তিনি আরো বলেন, “এক জন ব্যতিক্রমী প্রতিভা অনির্বাণ। এশিয়ান ট্যুর থেকে তাঁর কেরিয়ারের নাটকীয় মোড় সত্যিই প্রশংসার যোগ্য।”