তৃতীয় মেজরে মরিয়া অনির্বাণ

হিরো ইন্ডিয়ান ওপেন এবং মালয়েশিয়ান ওপেন জেতার পর এ বার ব্রিটিশ ওপেন যুদ্ধে নামছেন ভারতীয় গল্ফার অনির্বাণ লাহিড়ী। ২৮ বছরের অনির্বাণের সঙ্গে পেয়ারিং হয়েছে দক্ষিণ আফ্রিকার জর্জ কোটজি এবং স্পেনের রাফা কাব্রেরা-বেলোর। সেন্ট অ্যান্ড্রুজে প্রথম বার খেলতে চলেছেন অনির্বাণ।

Advertisement

সংবাদ সংস্থা

সেন্ট অ্যান্ড্রুজ (স্কটল্যান্ড) শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ০৩:১০
Share:

হিরো ইন্ডিয়ান ওপেন এবং মালয়েশিয়ান ওপেন জেতার পর এ বার ব্রিটিশ ওপেন যুদ্ধে নামছেন ভারতীয় গল্ফার অনির্বাণ লাহিড়ী। ২৮ বছরের অনির্বাণের সঙ্গে পেয়ারিং হয়েছে দক্ষিণ আফ্রিকার জর্জ কোটজি এবং স্পেনের রাফা কাব্রেরা-বেলোর। সেন্ট অ্যান্ড্রুজে প্রথম বার খেলতে চলেছেন অনির্বাণ। যা নিয়ে তাঁর মন্তব্য, ‘‘সেন্ট অ্যান্ড্রুজের ঐতিহাসিক কোর্সে ব্রিটিশ ওপেনের মতো ঐতিহ্যশালী টুর্নামেন্টে নামা, আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আগাস্টা আর সেন্ট অ্যান্ড্রুজে খেলা। এ বছর আগাস্টায় খেলেছি, আর এখন সেন্ট অ্যান্ড্রুজ। বছরটা সত্যিই দারুণ যাচ্ছে। এখন কিছু করে দেখাতে হবে।’’
এ দিন টুর্নামেন্টের ড্র ঘোষণা হয়। টুর্নামেন্ট চলবে বৃহস্পতিবার থেকে রবিবার। খেলবেন টাইগার উডসও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement