রবিবার নিজের রাউন্ড শুরু হওয়ার আগে আরসিবিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন, ‘‘ট্রফিটা বাড়ি নিয়ে এস বিরাট, এবি ডে’ভিলিয়ার্স, হেনরি গেইল। লেটস গো!’’ দিনের শেষে বেঙ্গালুরুর তারকার সেই চাওয়া অপূর্ণ থাকল। তবে পিজিএ ট্যুরের ডিন অ্যান্ড ডেলুকা আমন্ত্রণী গল্ফে যুগ্ম ষষ্ঠ হয়ে হাসি মুখে গল্ফ কোর্স ছাড়লেন অনির্বাণ লাহিড়ী। বিজয়ী জর্ডন স্পিথের চেয়ে আট শট পিছনে থেকে। চলতি মরসুমে এটাই পিজিএ ট্যুরে ভারতীয় গল্ফারের সেরা পারফরম্যান্স। যুক্তরাষ্ট্র ওপেনের ঠিক আগে যা তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। নিজেই বলছেন, ‘‘আশা করি আগামী দিনগুলো কেমন হতে চলেছে, এটা তারই একটা সঙ্কেত।’’
টেক্সাসের টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন অনির্বাণ। চার রাউন্ডে স্কোর ৬৫, ৭০, ৬৮, ৬৮। প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থানে ছিলেন এবং গোটা সপ্তাহ অসম্ভব ধারাবাহিক খেলেন। যে ধারাবাহিকতাটা নিজের গল্ফে আমদানি করা জরুরি বলে গত কয়েকটা টুর্নামেন্টে বলেছেন বারবার। শেষ রাউন্ডে প্রথম নয় হোল-এ তিনটি বার্ডি ছিল। পরের নয়ে দু’টি বার্ডি করলেও ১৫ নম্বর হোল-এ ডবল বোগি তাঁর কিছুটা ছন্দপতন ঘটিয়ে দেয়।