সামনে ৩২২ রানের লক্ষ্য থাকলেও শ্রীলঙ্কা নাকি জেতার কথা ভেবেই মাঠে নেমেছিল। রেকর্ড রান তাড়া করে ভারতকে হারিয়ে উঠে টিভি-তে শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ বলে গেলেন, ‘‘৩২১ রান কিন্তু সব সময় তাড়া করার মতো স্কোর ছিল। দারুণ উইকেট। আমি তো বলব, আমাদের বোলাররা খুব ভাল বল করেছে। ভারতকে ওই রানের মধ্যে আটকে রাখাটা যথেষ্ট কৃতিত্বের।’’
রান তাড়া করতে নেমে কোনও সময়ই ভারতীয় বোলারদের মাথায় চেপে বসতে দেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। ওপেনার গুণতিলক করেন ৭৬, কুশল মেন্ডিস ৮৯, কুশল পেরেরা ৪৭। ম্যাথিউজ অপরাজিত থাকেন ৫২ রানে। নিজেদের ব্যাটিং নিয়ে শ্রীলঙ্কা অধিনায়ক বলে যান, ‘‘আমাদের অন্যতম সেরা জয়। আমাদের দুই কুশলই খুব ভাল ব্যাট করে গেল।’’ তিনি নিজে চোট পেয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত উইকেটে থেকে দলকে জেতালেন। ম্যাথিউজ বলছেন, ‘‘আমি নেটে যত বেশি সম্ভব বল খেলেছিলাম। ওতে ছন্দটা ফিরে পেলাম। যেটা ম্যাচে কাজে লাগল।’’
আরও পড়ুন: ঝুঁকিহীন ক্রিকেট হারল সাহসী শ্রীলঙ্কার কাছে