সৌরভের টিমকে শুভেচ্ছা কিং খানের

টাকা ছিল না, ধার করে টিম কিনতে চাইনি আইএসএলে

হ্যাপি নিউ ইয়ার মুক্তি পেতে আর কিছু দিন বাকি। এ শহর থেকে ও শহর ছুটে বেড়াচ্ছেন শাহরুখ খান। এত ব্যস্ততার মধ্যেও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন কিং খান। সৌরভের কলকাতাকে শুভেচ্ছাও জানালেন।

Advertisement

প্রিয়াঙ্কা দাশগুপ্ত

মুম্বই শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৪ ০৩:৪৫
Share:

হ্যাপি নিউ ইয়ার মুক্তি পেতে আর কিছু দিন বাকি। এ শহর থেকে ও শহর ছুটে বেড়াচ্ছেন শাহরুখ খান। এত ব্যস্ততার মধ্যেও ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে নানা প্রশ্নের উত্তর দিলেন কিং খান। সৌরভের কলকাতাকে শুভেচ্ছাও জানালেন।

Advertisement

প্রশ্ন: ক্রিকেট টিম কিনলেন, কিন্তু ফুটবল টিম কিনলেন না কেন?

Advertisement

শাহরুখ: ক্রিকেট নিয়ে আমি কখনই ব্যবসা করতে নামিনি। আইপিএলকে যদি ব্যবসায়িক প্রচেষ্টা হিসেবে দেখেন, তা হলে দামটা আর কী ভাবে এটা চালানো হয়, সেটাও মাথায় রাখবেন। এটা এমন ব্যবসা নয় যেখানে বিনিয়োগ করে আপনি প্রচুর টাকা করলেন। আর এটা বলছি দু’টো চ্যাম্পিয়নশিপ জেতার পর। সত্যি কথাটা হল, আইএসএলে টিম কেনার টাকা ছিল না আমার কাছে। আর আমি ধার করতে চাইনি। ব্যবসা করলে নিজের পয়সাতেই করি। বিশ্বাস করুন, অন্য আর একটা লিগের দল না কেনার পিছনে এটাই সত্যিকারের কারণ।

প্র: কলকাতা আপনার এত কাছের, কলকাতার উদ্বোধনী অনুষ্ঠানটা দেখেছেন?

শাহরুখ: না, দেখিনি। আমি তো কাকে যেন জিজ্ঞাসাও করছিলাম কোন চ্যানেলে উদ্বোধনী অনুষ্ঠানটা হচ্ছে।

প্র: সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম উদ্বোধনী ম্যাচটা জিতেছে। সেটা দেখেছেন?

শাহরুখ: না, দেখিনি।

প্র: কিন্তু ম্যাচটা নিয়ে খোঁজখবর রেখেছেন?

শাহরুখ: আইএসএলকে আমার শুভেচ্ছা। কী ভাবে টুর্নামেন্টা কভার করা হয় সেটা নিয়ে আমার কৌতুহল রয়েছে। কেমন লাগছে টুর্নামেন্টটা, সেটা দেখতে চাই। অভিষেককে (বচ্চন) জিজ্ঞাসাও করেছিলাম কোন চ্যানেলে দেখানো হচ্ছে? আসলে আমি এখন প্রচণ্ড ব্যস্ত। কোন চ্যানেলে আইএসএল দেখানো হচ্ছে সেটাই জানতে চেয়েছিলাম।

প্র: কোন টিমকে সমর্থন করছেন?

শাহরুখ: আমি নিজের টিমকে সাপোর্ট করছি।

প্র: সেটা ঠিক কী?

শাহরুখ: (হাসি) আইএসএলে থাকতে চেয়েছিলাম। কলকাতা টিমটা কেনার ইচ্ছা ছিল। কিন্তু আমার পক্ষে দামটা বড্ড বেশি ছিল। আমরা একটা স্পোর্টস কোম্পানি চালাই। বাইশ জন লোক কেকেআরের জন্য খাটে। গত ক’য়েক বছরে আমরা ব্যাপারটা কিছুটা আয়ত্তে এনেছি। আমরা চেয়েছিলাম অন্য খেলাতেও নিজেদের ছড়িয়ে দিতে। কিন্তু আমার অফিস এবং বাকি সবাই বলল ব্যাপারটা সামলানো কঠিন হয়ে যাবে। আসলে আমি টিম কেনার জন্য টিম কিনি না। আমি টিমের সঙ্গে সব রকম ভাবে জড়িয়ে যেতে চাই। এই তো আইপিএলে আমরা টিমের জন্য সব কিছুই করে থাকি পোষাক বাছা থেকে শুরু করে বিদেশে ট্রেনিং করতে যাওয়া, মেডিক্যাল ব্যাপার দেখা, সব। আমরা অফ-সিজনেও ক্যাম্প করি। টিমটা আমি ঠিকঠাক চালাতে চাই। যদি অস্ট্রেলিয়াতেও কোনও প্লেয়ার চোট পায়, আমরা দেখি যেন সে সেরা চিকিত্‌সাটা পায়। যদি ইউসুফ চোট পায়, না খেলতে পারে, তা হলে আমরা ওকে যেখানে পাঠানোর দরকার, সেখানে পাঠাই। এটা একটা ফুল টাইম জব। টিম চালাতে শুধু প্রচুর খরচই হয় না, অনেক দিক সামলাতেও হয়। এই ভাবে দুটো লিগে টিম সামলানো সম্ভব ছিল না।

এ সব কাজের দায়িত্ব বিশেষজ্ঞ কাউকে দেওয়াই ভাল। আমি নিশ্চিত দাদা সব কিছু ঠিকঠাক সামলাবে।

প্র: আপনার কোনও ফেভারিট টিম নেই? এই ধরুন সচিনের টিম, সৌরভের টিম বা জনের টিম?

শাহরুখ: আপনাকে একটা কথা বলি। এটা সচিনের টিম বা জনের টিম নয়। এটা কলকাতার টিম, কেরলের টিম বা দিল্লির টিম। এমনকী আইপিএলেও ওটা এসআরকের টিম বা প্রীতির টিম ছিল না।

প্র: আপনি বললেন কলকাতার টিম কিনতে চেয়েছিলেন। ফুটবল আর কলকাতার মধ্যে সম্পর্কটা কী?

শাহরুখ: ভারতে আর একটা জায়গাও দেখান যেখানে কলকাতার চেয়ে ভাল ফুটবল খেলা হয়। হাম তো ক্রিকেট খিলাকে কলকাতাকো জিতা রহে হ্যায়। কিন্তু ফুটবল যে কলকাতার হৃদয়ে। আপনি যদি সৃষ্টিশীল লেখা, সঙ্গীত, ফুটবল বা দাবার প্রতি আকৃষ্ট হন তা হলে আপনাকে কলকাতায় আসতেই হবে।

প্র: ভারতের কোন কোন শহরের সঙ্গে ফুটবলের সম্পর্ক আছে?

শাহরুখ: কলকাতা, কেরল, গোয়া আর পঞ্জাব।

প্র: ফুটবল আর কলকাতা নিয়ে আর কিছু বলুন না।

শাহরুখ: মনে আছে, মাস্টার্স করার সময় প্রথম বার কলকাতায় এসেছিলাম। একটা প্রজেক্ট করছিলাম। অডিও-ভিস্যুয়াল। ময়দানে ছেলেদের ফুটবল খেলতে দেখে ওই সময় অবাক হয়ে গিয়েছিলাম। আমার মা কিছু টাকা দিয়েছিলেন কলকাতায় গিয়ে ডকুমেন্টারিটা তৈরি করার জন্য। কিন্তু ময়দানে ফুটবল খেলা দেখে আমি প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলাম। আমি একটা ক্যামেরা ভাড়া করে মাত্র পাঁচটা ছবি তুলেছিলাম। বাকি সময়টা ময়দানের সামনে দাঁড়িয়ে খেলা দেখতাম বা বাচ্চাদের সঙ্গে ফুটবল খেলতাম। শেষ পর্যন্ত পাঁচটা ছবি নিয়ে প্রজেক্টটা শেষ হয়। পরে চিটিং করে ব্যাপারটা সামলাই। কলকাতার ওই মোহময় ফুটবল আমাকে সম্মোহিত করে দিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement