মহড়া: টিডি সুভাষ ভৌমিকের তত্ত্বাবধােন অনুশীলন ইস্টবেঙ্গলের। বৃহস্পতিবার সল্টলেকে। ছবি: সুদীপ্ত ভৌমিক
আল আমনাকে শুরু থেকে খেলানো হচ্ছে না। নতুন আসা বিশ্বকাপার জনি আকোস্তা অনুশীলনে নামেননি। তাই শুধু কাসিম আইদারাকে নিয়েই আজ শুক্রবার কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিক বলে দিয়েছেন, ‘‘ডার্বির আগে একজন বিদেশি স্ট্রাইকার পেলে ভাল। না পেলেও হাত পা ছড়িয়ে কাঁদব না। যা আছে তাই নিয়েই খেলব।’’
আই লিগের প্রস্তুতির মঞ্চ হিসাবে কলকাতা লিগকে দেখছেন সুভাষ। বিদেশিহীন পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দু’গোলে জিতলেও বালি গগনদীপরা ভাল খেলতে পারেননি। সুভাষ অবশ্য তা মানছেন না। বৃহস্পতিবার সল্টলেকে অনুশীলনের পর বলেন, ‘‘প্রথম গোলটা হয়েছে ১৭টি পাস খেলে। পরেরটা নয়টি পাস খেলে।’’ যা শুনে অবাক কাস্টমস কোচ রাজীব দে। স্ট্যানলি, স্যামুয়েল কানে এবং জন অ্যাম্বো—তিন বিদেশিকে নিয়ে মাঠে নামার আগে রাজীব বললেন, ‘‘বাড়তি বিদেশি নিয়ে খেলাটা সব সময়ই সুবিধা দেয়। পুলিশের বিরুদ্ধে ওদের খেলাটা দেখেছি। অনেক ফাঁক ফোকর আছে ইস্টবেঙ্গলে। তা কাজে লাগালে পয়েন্ট পাব।’’ অনুশীলন ম্যাচে অবশ্য ইস্টবেঙ্গল ২-১ হারিয়েছিল কাস্টমসকে। পুলিশের মতো নির্বিষ দলের বিরুদ্ধে বিদ্যাসাগর সিংহের মতো ফুটবলাররা গোলের সামনে পৌঁছেও সফল হননি। এটা কী চাপের জন্য? সুভাষ বলে দেন, ‘‘কীসের চাপ? ওর চেয়ে ছোট বয়সে আমরা খেলেছি। কিলিয়ান এমবাপে উনিশ বছরে বিশ্বকাপ খেলছে। যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেটা শোধরাতে হবে।’’
শুক্রবারের কলকাতা লিগ—ইস্টবেঙ্গল: কাস্টমস (ইস্টবেঙ্গল ৪-৩০)
মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে এটিকে। কলকাতা ডার্বি, আইলিগ থেকে আইএসএল, কলকাতা ময়দানের সমস্ত খবর জানতে পড়ুন আমাদের খেলা বিভাগ।