কর ফাঁকি দেওয়ার এত দিন ফুটবল বিশ্ব সরগরম ছিল মেসি ও রোনাল্ডোকে নিয়ে। সেই তালিকায় এ বার জুড়ে গেল ফুটবল দুনিয়ার দ্য ‘স্পেশ্যাল ওয়ান’ কোচ জোসে মোরিনহোর নাম।
মোরিনহোর বিরুদ্ধে স্থানীয় আদালতে মামলা দায়ের করা এক আইনজীবী এ দিন জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় ২০১১ থেকে ১২—এই দুই বছর সময়ের মধ্যে মোরিনহো তেত্রিশ লক্ষ ইউরো কর ফাঁকি দিয়েছেন।
স্প্যানিশ প্রচারমাধ্যমকে ওই আইনজীবী আরও জানিয়েছেন যে এর আগেই স্প্যানিশ প্রশাসন মোরিনহোর কর ফাঁকি দেওয়ার ব্যাপারটা জানতে পেরেছিল। মোরিনহো তা মিটিয়েও দেন। কিন্তু পরে জানা গিয়েছে, মোরিনহো বকেয়া কর জমা দিলেও ৩৩ লক্ষ ইউরো এখনও জমা দেননি। যদিও এ ব্যাপারে প্রচারমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চাননি বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ মোরিনহো। ব্যক্তিগত মহলে তিনি নাকি বলেছেন, এ সবই তাঁর সাফল্যে ঈর্ষাকাতর কিছু ব্যক্তির কারসাজি। এই অভিযোগ প্রমাণ করা যাবে না ।
এই মুহূর্তে পর্তুগিজ এই ফুটবল কোচ ব্যস্ত আগামী মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার নীল নকশা তৈরি করতে।
আরও পড়ুন: ধোনিকে নিয়ে প্রশ্ন দ্রাবিড়ের