সূচি নিয়ে ক্ষোভ আলেসান্দ্রোর

ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ ফের ক্ষোভ উগরে দিলেন ক্রীড়াসূচি নিয়ে। আলেসান্দ্রোর কথায়, ‘‘রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচের পরেই বলেছিলাম, বাহাত্তর ঘণ্টারও কম সময়ে ফের খেলতে হচ্ছে আমাদের। শুধু ফুটবলার নয়, কোচদের পক্ষেও ব্যাপারটা ক্লান্তিকর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ০৩:৫১
Share:

কোচ আলেসান্দ্রো মেনেন্দেস গার্সিয়া গোকুলম এফসি ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

হঠাৎ করেই বদলে গিয়েছেন ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্দেস গার্সিয়া। বৃহস্পতিবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরেও জানিয়েছিলেন, আই লিগে চ্যাম্পিয়ন হওয়া কঠিন। শনিবার আত্মবিশ্বাসী লাল-হলুদ কোচ বলছেন, ‘‘এখনও আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।’’ আরও বলছেন, ‘‘আমরা এখন দারুণ ছন্দে রয়েছি। প্রত্যেক ম্যাচে উন্নতি করছি। ইতিবাচক দিক হল, খেতাবের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছি। এটাই উদ্বুদ্ধ করবে জয়ের জন্য।’’

Advertisement

ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ ফের ক্ষোভ উগরে দিলেন ক্রীড়াসূচি নিয়ে। আলেসান্দ্রোর কথায়, ‘‘রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচের পরেই বলেছিলাম, বাহাত্তর ঘণ্টারও কম সময়ে ফের খেলতে হচ্ছে আমাদের। শুধু ফুটবলার নয়, কোচদের পক্ষেও ব্যাপারটা ক্লান্তিকর। কারণ, পরের ম্যাচের প্রস্তুতির সময় পেলাম না। আই লিগের পক্ষে একেবারেই ভাল বিজ্ঞাপন নয়। শুধু ইস্টবেঙ্গল নয়, অন্য দলগুলোকেও সমস্যায় পড়তে হচ্ছে।’’ মিনার্ভা কোচ সচিন বাদহাদ বললেন, ‘‘সাত দিনে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। ক্লান্তির সুযোগ কাজে লাগিয়ে জিততে চাই।’’

সাংবাদিক বৈঠকে জবি জাস্টিন ও সালামরঞ্জন সিংহকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। ইস্টবেঙ্গল ছেড়ে দুই ফুটবলারেরই এটিকে-তে খেলার সম্ভাবনা প্রবল। আলেসান্দ্রো বলছেন, ‘‘আমি কোনও মন্তব্য করতে চাই না। ফুটবলারেরা যেখানে চাইবে, খেলবে। তবে আমি যদি আগামী মরসুমে কোচ থাকি, তা হলে চাইব ওরা দু’জনেই ইস্টবেঙ্গলেই খেলুক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement