কেন কোহালি এতটা আবেগপ্রবণ হয়ে পড়েন? এই প্রশ্নেরও একটা উত্তর খুঁজেছেন বর্ডার।
মাঠে তাঁর আগ্রাসী আচরণ নিয়ে যখন নানা মহলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিরাট কোহালিকে, তখন ভারত অধিনায়ক পাশে পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার এক কিংবদন্তিকে। তিনি অ্যালান বর্ডার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তাঁর দেশের একটি টক শোয়ে বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোহালির মতো চরিত্রের প্রয়োজন আছে।
বর্ডার বলেছেন, ‘‘এ রকম এক জন ক্রিকেটারের অবশ্যই প্রয়োজন আছে। যার মধ্যে এ রকম আবেগ, এ রকম তেজ দেখা যায়। এখন আর এ রকম চরিত্র কোথায়? পেশাদার যুগে এই ধরনের চরিত্র সব হারিয়ে যেতে বসেছে।’’ বর্ডারের আরও মন্তব্য, ‘‘বিপক্ষের কোনও উইকেট পড়লে কোহালির আবেগটা বোঝা যায়। এতটা আবেগপ্রবণ হয়ে পড়তে আমি অন্য কোনও অধিনায়ককে দেখি না।’’
কেন কোহালি এতটা আবেগপ্রবণ হয়ে পড়েন? এই প্রশ্নেরও একটা উত্তর খুঁজেছেন বর্ডার। বলেছেন, ‘‘কোহালি খুব বেশি করে বিদেশের মাঠে জিততে চায়। আর এই ভারতীয় দলে কোহালির মতো দ্বিতীয় কেউ নেই যে এই ভাবে নিজের আবেগকে প্রকাশ করতে পারে। দলকে সমানে তাতিয়ে তোলার একটা চেষ্টা আছে অধিনায়ক কোহালির মধ্যে।’’
আরও পড়ুন: বিরাট-পেন কথা আসলে মশকরা, বলছেন কোচ